কেমন আছেন অপূর্ব

করোনায় আক্রান্ত অভিনয়শিল্পী অপূর্বর অবস্থা এখন ভালোর দিকে।

করোনায় আক্রান্ত অভিনয়শিল্পী অপূর্বর অবস্থা এখন ভালোর দিকে। স্বাভাবিক খাবারও খেতে পারছেন। অপূর্বর সর্বশেষ শারীরিক অবস্থা প্রসঙ্গে শনিবার সন্ধ্যায় এমনটাই জানালেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান।
কয়েক দিন ধরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অপূর্ব। শারীরিক অবস্থার কখনো উন্নতি, কখনো অবনতি; এভাবেই চলছিল। এরপর চিকিৎসকের পরামর্শে তাঁকে এক ব্যাগ প্লাজমা দেওয়া হয়। আজ শনিবার সন্ধ্যায় মিজানুর রহমান বললেন, ‘চিকিৎসক আনুষ্ঠানিকভাবে আজ কিছুই জানাননি। তবে অপূর্ব ভাই আগের চেয়ে ভালো আছেন। হাসপাতাল থেকে মাছ, মাংস, ফ্রুটস, জুসসহ যেসব খাবার সরবরাহ করা হচ্ছে, সবই খেতে পারছেন।’

কয়েক দিন ধরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অপূর্ব।
ছবি: ফেসবুক থেকে।

একই কথা জানালেন পরিচালক নাজমুল রনি। শনিবার রাত পৌনে নয়টায় অপূর্বর মুঠোফোন নম্বরে কল করলে রিসিভ করেন নাজমুল রনি। তিনি ওই সময় অপূর্বর শয্যাপাশে ছিলেন। বললেন, ‘ভাইয়া এখন ঘুমাচ্ছেন। স্যালাইন চলছে। শুরুর দিকে অবস্থা যা ছিল, তার চেয়ে ভালো আছেন। চিকিৎসকেরা বারবার আসছেন, খোঁজখবর নিয়ে যাচ্ছেন।’

শুক্রবার প্রথম আলোর সঙ্গে আলাপে পরিচালক মিজানুর রহমান আরিয়ান জানান, নানা রকম পরীক্ষার পর অভিনেতার শারীরিক যে সমস্যাগুলো ধরা পড়েছে, সেগুলোর চিকিৎসা চলছে। আরও দুই দিন পার না হলে চিকিৎসকেরা তাঁর প্রকৃত অবস্থা নিশ্চিত করতে পারছেন না। এখন বেশির ভাগ সময়ই ঘুমাচ্ছেন তিনি।

অপূর্ব।
ছবি: ফেসবুক।

চিকিৎসকের বরাত দিয়ে অপূর্বর শারীরিক অবস্থা জানিয়ে আরিয়ান বলেন, অপূর্ব ভাইয়ের নানা রকম টেস্ট করা হয়েছে। একাধিক ইনফেকশন ধরা পড়েছে। তবে চিকিৎসকেরা বলেছেন, অবস্থা মোটামুটি। তাঁর রক্ত পরীক্ষার রিপোর্ট ভালো ছিল না। ওই পরীক্ষা আবার করা হবে। তার আগে ভালো-মন্দ কিছুই বলা যাচ্ছে না। গত বৃহস্পতিবার অপূর্বর বুকের সিটি স্ক্যান করা হয়। সেই প্রতিবেদন দেখা গেছে, করোনায় তাঁর ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়েছে।

সহশিল্পী তানজিন তিশার সঙ্গে অপূর্ব।
ছবি: ফেসবুক থেকে।

কাঁপুনিসহ জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা অপূর্ব। এর আগে পরীক্ষায় তাঁর কোভিড-১৯ শনাক্ত হয়। হাসপাতালে ভর্তির পর তাঁর খাবার খেতে অসুবিধা হচ্ছিল। কিছু খেলে বমি হতো।

কাঁপুনিসহ জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা অপূর্ব।
ছবি: ফেসবুক থেকে।

গত জুলাইয়ে শুটিং স্পটে দুজন কুশলী করোনায় আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টিনে ছিলেন অপূর্বসহ ওই ইউনিটের সবাই। পরে দুবার করোনা পরীক্ষার পর নেগেটিভ ফল নিয়ে শুটিংয়ে ফিরেছিলেন অপূর্ব। নানা রকম সতর্কতা সত্ত্বেও পরে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

নানা রকম সতর্কতা সত্ত্বেও পরে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।
ছবি: ফেসবুক থেকে।