ক্যামেরার সামনে নূর ভাইকে যতটা প্রস্তুতি নিয়ে যেতে দেখেছি, সমসাময়িক কাউকে এমনটা দেখিনি

৭৬তম জন্মদিনে মানুষ ও শিল্পী আসাদুজ্জামান নূরের মূল্যায়ন করলেন তাঁর অনেক দিনের সহশিল্পী সারা যাকের।

টেলিভিশনে অনেক আগে ‘অয়োময়’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলাম। মঞ্চে করেছি ‘মুখোশ’, ‘সৎ মানুষের খোঁজে’সহ আরও বেশ কয়েকটি নাটক। মঞ্চে তো অনেক মহড়া করে অভিনয় করতে হয়। সেখানে কাজ করতে গিয়েই টের পেয়েছি, আসাদুজ্জামান নূর একজন সু–অভিনেতা।

আসাদুজ্জামান নূর
ছবি: সংগৃহীত

সহশিল্পীর প্রতি তাঁর সহযোগিতা অসাধারণ। টেলিভিশনে অভিনয় করতে গিয়েও নূর ভাইয়ের অনেক সাহায্য পেয়েছি। আমাকে বলতেন, এ রকম করো, ও রকম করে করো। অভিনয় করতে করতে আমাদের সুন্দর কেমিস্ট্রি তৈরি হয়েছিল।

নূর ভাই বরাবরই সিরিয়াস শিল্পী। অভিনয়কে কখনোই মামুলি কোনো ব্যাপার মনে করতেন না। প্রস্তুতি নিয়ে, নিজেকে তৈরি করে ক্যামেরার সামনে দাঁড়াতেন বা মঞ্চে নামতেন। প্রস্তুতি নেওয়ার মতো সময় না থাকলে মোটেও সম্মত হতেন না। কেউ অনুরোধ করল আর করে ফেললাম—বিষয়টা মোটেও তেমন না।

সারা যাকের

তাঁর ক্ষেত্রে কোনো দিন এমনটা দেখিনি। আমার আশপাশে আলী যাকেরকেও দেখেছি, তাঁকে অনুরোধ করলে আচ্ছা বলে রাজি হয়ে গেল। ক্যামেরার সামনে নূর ভাইকে যতটা প্রস্তুতি নিয়ে যেতে দেখেছি, সমসাময়িক কাউকে এমনটা দেখিনি।

আসাদুজ্জামান নূর

অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর যেমন সিরিয়াস, মানুষ আসাদুজ্জামান নূর তেমনই আন্তরিক। তিনি যেটা অর্জন করতে চান, লক্ষ্য ঠিক রেখে সেটিই অর্জন করতেন। রাজনীতি করবেন মনস্থির করার পর রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়েছেন। রাতারাতি নেতা হয়ে যাবেন, ব্যাপারটা মোটেও এমন ছিল না। দীর্ঘ সময় ধরে এলাকায় গিয়ে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন।

সারা যাকের

নূর ভাইয়ের কাছে প্রত্যাশা, তিনি এখন যে রকম আছেন, সেভাবেই থাকুন। চারদিকে সবাইকে যে হারে পৃথিবী থেকে বিদায় নিতে দেখছি, তাতে একটু চিন্তা হয়। এ ধরনের মানুষের আমাদের আরও অনেক সময়ের জন্য দরকার। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।