রাতে দরজা বন্ধ করে শুটিংয়ের প্রস্তাব, চলচ্চিত্রকে বিদায় জানিয়েছিলেন তিনি

সাজ্জাদ হোসেন দোদুল

সিনেমায় তখন নিয়মিত অভিনয়ের চেষ্টায় ছিলেন সাজ্জাদ হোসেন দোদুল। কয়েকটি ছবিতে মূল ভূমিকায় বেশ কিছু ছবিতে অভিনয়ও করেছেন। এমন সময় ঢালিউড চলচ্চিত্রে প্রবেশ করে অস্থিরতা। অনেক নির্মাতা ও প্রযোজক তাঁকে নায়ক হিসেবে অশ্লীল ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। সেসব প্রস্তাবে তাঁরা বলতেন, গভীর রাতে দরজা বন্ধ করে দৃশ্য ধারণে অংশ নিতে হবে। নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে শুটিং হবে। যেগুলো ‘কাটপিস’ হিসেবে ছবির সঙ্গে ব্যবহার হবে। এসব কথা শুনে চলচ্চিত্রকে বিদায় জানান দোদুল। বেশ কিছু ছবি চুক্তি করা থাকলেও টাকা ফেরত দেন। তাঁর দাবি, সে সময় ১০টির বেশি অশ্লীল ছবির প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন।

শাবনাজের সঙ্গে ‘জনতার শত্রু’ ছবির দৃশ্যে দোদুল
ছবি: সংগৃহীত

নব্বই দশকে অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু হয় দোদুলের। এক দশক অভিনয় করার পর তিনি লেখালেখি ও নাটক নির্মাণে ব্যস্ত হয়ে পড়েন। ‘জনতার শক্তি’, ‘আজকের প্রতিবাদ’, ‘হাঙর নদীর গ্রেনেড’সহ বেশ কিছু ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি নাটকেও অভিনয় করতেন। চেয়েছিলেন সিনেমায় অভিনয়ে নিয়মিত হবেন। কিন্তু ১৯৯৮ সাল থেকে চলচ্চিত্রে শুরু হওয়া অশ্লীলতায় গা ভাসাননি। তিনি বলেন, ‘আমি চলচ্চিত্র পরিবারের সন্তান। আমি বাবা আমজাদ হোসেনের সংস্পর্শে একটা আদর্শকে লালন করে বড় হয়েছি। সেই জায়গা থেকে অশ্লীলতায় গা ভাসানোর কোনো প্রশ্নই আসে না। চলচ্চিত্র অঙ্গনের পরিবেশ খারাপ দেখে চলচ্চিত্রে আর ফিরিনি। চুক্তি করা ছবির টাকা ফেরত দিই। নির্মাতা ও প্রযোজকদের বলে দিই, আমি আর ছবি করব না।’

দোদুল জানান, এখন কাজের অনেক মাধ্যম। কাজের পরিবেশ আগের চেয়ে ভালো। এই জন্য আবার অভিনয় শুরু করেছেন। দোদুল গতকাল থেকে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকটির নাম ‘পরিবার’।

স্ত্রী লাজুকের সঙ্গে ‘আজকের প্রতিবাদ’ ছবি দৃশ্যে দোদুল
ছবি: সংগৃহীত

এটি পরিচালনা করেছেন রাশেদ আক্তার লাজুক। দোদুলের স্ত্রী। তিনি আগে অভিনয় করতেন। সর্বশেষ তাঁরা একসঙ্গে ‘খড়ের পুতুল’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন। এবার ১৫ বছর পর স্ত্রীর পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। দোদুল জানান, তাঁর স্ত্রী লাজুক গতকাল রাতে তাঁকে অভিনয়ের প্রস্তাব দেন। টিকটক দিয়ে জনপ্রিয়তা পেতে চায়, এমন একটি চরিত্র দেখা যাবে এই নির্মাতাকে। চরিত্রের জন্য স্ত্রী তাঁকে আলাদা কস্টিউম কিনে দিয়েছেন। চরিত্রটি নিয়ে রাতেই তিনি বাসায় প্রস্তুতি নিয়েছেন। সেই সময় দুই মেয়ে তাঁকে কস্টিউম পরিয়ে ভিডিও করে। তারা বাবাকে খুলে দেয় একটি টিকটিক অ্যাকাউন্ট। তিনি বলেন, ‘এই সময়ে মানুষ খুব সহজেই নিজের প্রচার চায়। যেকোনোভাবেই হোক, অনেকেই শুধু ভাইরাল হতে চায়। যে কারণে অনেকেই অস্বাভাবিক চিন্তা করে। এটাই মানুষ পজিটিভভাবে চিন্তা করলে আমাদের সোসাইটির কিছুটা হলেও পরিবর্তন হবে।’

‘পরিবার’ নাটকের একটি দৃশ্যে দোদুল
ছবি: সংগৃহীত

১৯৮৬ সালে বিটিভিতে অডিশন দেন দোদুল। স্মৃতিচারণা করে তিনি জানান, সেদিন তাঁর সঙ্গে অডিশন দিয়েছিলেন শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসানসহ আরও কয়েজন। পরে তিনি আতিকুল হক চৌধুরীর নাটকে প্রথম অভিনয় করেন। তিনি বিটিভিতে প্রায় ৯টি নাটকে অভিনয় করেন। তখন তাঁর বাবা আমজাদ হোসেনের জনপ্রিয় নাটক এই চ্যানেলে প্রচারিত হতো। কিন্তু কেউ জানতেন না তিনি আমজাদ হোসেনের ছেলে। বাবার পরিচয় সব জায়গায় দিতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। পরে তিনি শতাধিক নাটকে অভিনয় করেছেন। এসব নাটকে তাঁর সহ–অভিনেত্রী হিসেবে ছিলেন মৌসুমী, বিপাশা হায়াত, শমী কায়সার, আফসানা মিমি, তারিন, সুইটি প্রমুখ। পরে তিনি নাম লেখান সিনেমায়। এসব ছবির নায়িকা হিসেবে ছিলেন তাঁর স্ত্রী লাজুক, শাবনাজসহ অনেকে। তিনি বলেন, ‘এখন কাজের পরিবেশ ভালো। আমার দুই মেয়েও চায় আমি অভিনয় করি। ইচ্ছা আছে নিয়মিত অভিনয় করার।’

সাজ্জাদ হোসেন দোদুল
ছবি: সংগৃহীত

‘পরিবার’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন মিশু সাব্বির, মনিরা মিঠু, শাওন, তানভির হুরাইরা, সালহা খানম নাদিয়া, নাদিয়া মিমসহ আরও অনেকে। নাটকে আপনার স্ত্রীর চরিত্রে কে অভিনয় করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো জানি না কে আছেন। কোন মেয়ে আছেন, সেটা জিজ্ঞাস করতে পারছি না। কারণ, বউ নির্মাতা, সে আবার অন্য কিছু ভাবতে পারে।’ কথা শেষ করেই হাসলেন দোদুল। নাটকটি এটিএন বাংলায় প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার প্রচারিত হচ্ছে।

নাটকটি এটিএন বাংলায় প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার প্রচারিত হচ্ছে।
ছবি: সংগৃহীত