চট্টগ্রামের ভাষার চলচ্চিত্রে পার্থ বড়ুয়া ও অপর্ণা

সংগীতশিল্পী পার্থ বড়ুয়া ও অভিনয়শিল্পী অপর্ণা

২০১২ থেকে ২০১৪—তিন বছরের দুই ঈদে মেইড ইন চিটাগাং নাটকের দুটি করে পর্ব প্রচারিত হয়। নাটকটি বেশ জনপ্রিয়তাও পায়। ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী পার্থ বড়ুয়া ও লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী অপর্ণা ঘোষ এ নাটকে অভিনয় করে আরও বেশি জনপ্রিয়তা লাভ করেন। তিন বছরে এ নাটকের ছয় পর্ব প্রচারের পরই শোনা যায়, এ নাটকের সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরাই চট্টগ্রামের ভাষায় একটি চলচ্চিত্র বানাবেন। যত দিনে ছবির কাজ হচ্ছে, তত দিনে পেরিয়ে গেছে সাত বছর।

‘মেড ইন চিটাগাং’ নাটকের দৃশ্যে অপর্ণা ও পার্থ বড়ুয়া

আট বছরের মাথায় মেইড ইন চিটাগাং নাটকের পরিচালক ইমরাউল রাফাত জানালেন, অবশেষে মেইড ইন চিটাগাং নামে চলচ্চিত্রও হচ্ছে। এরই মধ্যে চট্টগ্রামে এ নাটকের শুটিংও হয়েছে। এ চলচ্চিত্রে যাঁরাই অভিনয় করেছেন, সবাই চট্টগ্রামেরই; একমাত্র সাজু খাদেম ছাড়া। পরিচালক জানালেন, ‘চলচ্চিত্রে নোয়াখালীর একটা চরিত্র ছিল। তাই সাজু ভাইকে কাস্ট করা। বরাবরের মতো এবারও তিনি আমাদের বিশ্বাসের শতভাগ প্রতিদান দিয়েছেন।’

মেড ইন চিটাগাং-সুপার মডেল নাটকের দৃশ্যে অপর্ণা ঘোষ ও পার্থ বড়ুয়া

মেইড ইন চিটাগাং চলচ্চিত্রের প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, চিত্রলেখা গুহ, মুকিত জাকারিয়া, নাসিরউদ্দিন খান, হিন্দোল রায়, প্রিয়া মৌলি প্রমুখ। গেল মাসের শেষের দিকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন পরিচালক। এখন চলছে সম্পাদনার কাজ। ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম রবি বিঞ্জ–এ প্রচারের জন্য তৈরি হয়েছে। রবি বিঞ্জ-এর পক্ষ থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জানালেন, ‘মেইড ইন চিটাগাং ভিন্ন রকম একটা কনটেন্ট। নাটকটি যখন প্রচারিত হয়, তখন দর্শকেরা বেশ আগ্রহ নিয়ে দেখেছে। আমাদের বিশ্বাস, যেভাবে ছবিটি বানানো হয়েছে, দর্শক হুমড়ি খেয়ে উপভোগ করবে।’

মেড ইন চিটাগং নাটকের শুটিংয়ের ফাঁকে তিশা, পার্থ বড়ুয়া ও অপর্ণা

মেইড ইন চিটাগাং চলচ্চিত্রে অভিনয় করে পার্থ বড়ুয়া বেশ এক্সাইটেড। গানের ফাঁকে তাঁকে হঠাৎ নাটক, চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে অভিনয় করতে দেখা যায়। বড় পর্দায় তাঁকে সর্বশেষ অমিতাভ রেজার আয়নাবাজি চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয়ে দেখা গেছে। তিনি বললেন, ‘নাটকটি প্রচারের পরই আমাদের সবার পরিকল্পনা ছিল, চলচ্চিত্র হোক। এর মধ্যে অনেক সময় কেটে গেছে। তারপরও যে ছবিটি ভালোভাবে হচ্ছে, এটাই আনন্দের। আমরা সবাই উৎসবের আমেজে শুটিং করেছি। দর্শকেরা দারুণ কিছু উপহার পেতে যাচ্ছে, এটা নিশ্চিত।’
পরিচালক জানালেন, ‘ইচ্ছা ছিল, আমার বানানো মেইড ইন চিটাগাং ছবিটি বড় পর্দার দর্শকদেরও দেখা সুযোগ করে দেব। কিন্তু আপাতত ওটিটি প্ল্যাটফর্মের দর্শকেরা ছবিটি দেখবেন। তবে আমরা হয়তো আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে একটি প্রিমিয়ার শোর আয়োজন করব।’