টেলিপ্যাবের সভাপতি মনোয়ার, সম্পাদক সাজু

সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির
ছবি: সংগৃহীত

অবশেষে জানা গেল টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)–এর ২০২২–২৪ মেয়াদি নির্বাচনের ফল। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির। ভোট গ্রহণের প্রায় ২৪ ঘণ্টা পর শেষ হয় গণনা। প্রধান দুটি পদের ফলাফলের খবরটি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়োজিদ।

নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে সাজু মনতাসির ও সভাপতি হিসেবে এগিয়ে রয়েছেন মনোয়ার পাঠান
ছবি: সংগৃহীত

কামাল বায়োজিদ বলেন, ‘বেশ কিছু কারণে আমাদের দেরি হয়েছে। আমরা চেয়েছি নিখুঁতভাবে ফলাফল ঘোষণা করতে। যে কারণে একটু দেরি হলো। তবে এবারের নির্বাচনে সভাপতি হিসেবে এগিয়ে রয়েছেন মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজু মনতাসির।’ তবে কে কত ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন, সেটা জানাননি প্রধান নির্বাচন কমিশনার। মনোয়ার পাঠান ও সাজু মুনতাসির একই প্যানেলের হয়ে এবারের নির্বাচনে অংশ নেন। তাঁদের প্রতিপক্ষ ছিলেন রোকেয়া প্রাচী ও সাজ্জাদ হোসেন দোদুল।

আরও পড়ুন
শনিবার ছিল টেলিপ্যাবের ভোট
ছবি: সংগৃহীত

শনিবার ছিল টেলিপ্যাবের ভোট। রাতেই শুরু হয় ভোট গণনা। শোনা যাচ্ছিল, ভোট গণনা শেষে রাতেই বিজয়ীদের নাম জানা যাবে। রোববার বিকেলে ফলাফল ঘোষণার কথা থাকলেও সেই ফল সন্ধ্যায় পাওয়া যায়। ২২৮টি ভোট গণনা শেষ হয় সাড়ে ৮টার দিকে। দুটি প্যানেল থেকে ২৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। মোট ভোটার ছিলেন ২৩৯ জন।