টেলিভিশনে মাতৃভাষা দিবসের আয়োজন

‘আমার বর্ণমালা’ নাটকের দৃশ্যে তারিক আনাম খান
সংগৃহীত
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি ঘিরে টেলিভিশন ও মঞ্চে রয়েছে ভিন্ন ভিন্ন আয়োজন।

বিটিভি

বেলা ১টা ৩০ মিনিটে ‘একুশ মানে মাথা নত না করা’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘একুশের গান’। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান ‘বাংলা আমার পরিচয়’। রাত ৯টায় নাটক ‘আন্ধারকাঠির উজ্জ্বল’। অভিনয়ে মাহমুদ সাজ্জাদ, শর্মিলী আহমেদ, শহীদুজ্জামান সেলিম, সঙ্গীতা চৌধুরী প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে আলেখ্যানুষ্ঠান ‘ইতিহাস কথা কয়’। দিনব্যাপী অনুষ্ঠানের ফাঁকে চলবে ‘ভাষার গান’।

চ্যানেল আই

দুপুর ১২টা ৫ মিনিটে ‘একুশের কবিতা’। বেলা ৩টা ৫ মিনিটে টেলিছবি বাঙলা। রাত ৭টা ৫০ মিনিটে নাটক ‘শব্দ’।

দীপ্ত

সকাল ৮টা ১০ মিনিটে প্রামাণ্যচিত্র ‘শহীদ মিনার’, সাড়ে ৮টায় প্রামাণ্যচিত্র ‘আমার ভাষা আমার অহংকার’, রাত ১১টায় প্রামাণ্যচিত্র ‘শিকড়ের ভাষা’।

‘ঝুটুম পাখির কথা’ নাটকের দৃশ্য
সংগৃহীত

মাছরাঙা

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘একুশের দ্বীপ জ্বেলে’। রাত ৮টায় বিশেষ নাটক ‘আমার বর্ণমালা’, অভিনয়ে তারিক আনাম খান, মৌসুমী হামিদ প্রমুখ। রাত সাড়ে ১০টায় প্রামাণ্যচিত্র ‘স্মৃতির মিনার’। রাত ১১টায় প্রামাণ্যচিত্র ‘মোদের গরব মোদের ভাষা’।

দুরন্ত

রাত সাড়ে ৮টায় নাটক ‘ঝুটুম পাখির কথা’। অভিনয়ে সৈয়দ হাসান ইমাম, সাবিহা জামান, জিতু আহসান, সুষমা সরকার প্রমুখ।

বাংলাভিশন

বিকেল সাড়ে ৫টায় ‘একুশ আমার অহংকার’।

এনটিভি

দুপুর ১২টা ২০ মিনিটে ‘মায়ের ভাষা’, বেলা ১টায় ‘মাতৃভাষার জন্যে’। বিকেল সাড়ে ৪টায় আবৃত্তি ‘আগুন রঙের পাখি’। রাত সাড়ে ৯টায় নাটক ‘সম্পদ’, অভিনয়ে মম, মুক্তি জাকারিয়া প্রমুখ।

‘একুশের গল্প’ নাটকের দৃশ্য

একুশে টিভি

বেলা ১টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘কণ্ঠে আমার বর্ণমালা’। সন্ধ্যা সাড়ে ৬টায় ‘আমি কি ভুলিতে পারি’, রাত ১০টায় বিশেষ অনুষ্ঠান ‘মায়ের ভাষা’।

আরটিভি

রাত ৮টায় বিশেষ নাটক বর্ণ, অভিনয়ে জোভান, শেহতাজ প্রমুখ।

দেশ টিভি

সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান ‘কবিতাকে আমি বলি বর্ণমালার শহীদ মিনার’।

এটিএন বাংলা

রাত ৮টায় অনুষ্ঠান ‘অমর একুশ’। রাত ৮টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘মূল্যায়ন’। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, শশী প্রমুখ।

স্টুডিও থিয়েটারে ‘একুশের গল্প’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ব নাটুয়া ‘একুশের গল্প’ নাটকটি মঞ্চস্থ করবে। জহির রায়হানের ছোটগল্প অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন আবদুল মমিন। অভিনয়ে রাইয়ান অনাবিল, আবিদ হাসান, সুমাইয়া স্মৃতি, সাখাওয়াত মাহিন, সাবিনা ইয়াসমিন প্রমুখ।