টেলিভিশনে ‘লাল মোরগের ঝুঁটি’সহ সাত সিনেমা

ঈদে সিনেমাগুলো দেখা যাবে চ্যানেল আইতে

‘লাল মোরগের ঝুঁটি’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছর। এবার ছবিটি দেখতে পাবেন টেলিভিশনের দর্শকেরাও। ঈদের দিন চ্যানেল আইতে দেখানো হবে আলোচিত এই সিনেমা। মুক্তির পর নূরুল আলম আতিক পরিচালিত এই সিনেমা দর্শক-সমালোচকদের কাছে প্রশংসিত হয়।

লাল মোরগের ঝুঁটির প্রেক্ষাপট ১৯৭১ সাল। কাহিনির পটভূমি সৈয়দপুর। যুদ্ধের তাগিদে সেখানে পাকিস্তান সেনাবাহিনীর বিমান অবতরণের প্রয়োজন পড়েছিল। সৈয়দপুরের বিমানবন্দর ও রানওয়ে মুক্তিযুদ্ধের সময়ে বিভিন্ন স্থান থেকে তুলে আনা বাঙালিদের আটকে রেখে জোরপূর্বক শ্রমে বাধ্য করে নির্মাণ করা হয়েছিল। অনাহারে-অর্ধাহারে কেবল প্রাণের ভয়ে তারা পাকিস্তানি সেনাদের কবলে পড়ে দাস হতে বাধ্য হয়েছিল। বাংলাদেশের আনাচকানাচে সে সময় অবধারিতভাবে একই ধরনের অত্যাচার বিদ্যমান ছিল। ছবির কাহিনিকার নূরুল আলম আতিক সৈয়দপুর বিমানবন্দর নির্মাণের পেছনে বন্দী মানুষের আর্তনাদকে চলচ্চিত্রের মূল বিষয় হিসেবে বেছে নিয়েছেন।

লাল মোরগের ঝুটি সিনেমায় আহমেদ রুবেল
ছবি: ফেসবুক

‘লাল মোরগের ঝুঁটি’তে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, শাহজাহান সম্রাট, জোবায়ের, দীপক সুমন প্রমুখ।

‘চন্দ্রাবতী কথা’র দৃশ্য

ঈদের সাত দিন সাতটি নতুন সিনেমার উদ্বোধনী প্রদর্শনী হবে চ্যানেল আইতে। ঈদের দিন থেকে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে এগুলো। ঈদের দ্বিতীয় দিন দেখা যাবে তানিম রহমান পরিচালিত ‘ন ডরাই’। এতে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শরিফুল রাজ প্রমুখ। তৃতীয় দিন ফাখরুল আরেফিন খানের ‘গণ্ডি’। এতে অভিনয় করেছেন ভারতের সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। চতুর্থ দিন প্রসুন রহমানের ‘ঢাকা ড্রিম’, অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মনিরা মিঠু প্রমুখ। পঞ্চম দিন এইচ আর হাবিব পরিচালিত ‘ছিটমহল’, অভিনয়ে জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ প্রমুখ। ষষ্ঠ দিন বহুল আলোচিত ও প্রশংসিত সিনেমা ‘চন্দ্রাবতী কথা’। এটি পরিচালনা করেছেন এন রাশেদ চৌধুরী, অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ প্রমুখ। ঈদের ৭ম দিন দেখা যাবে রিয়াজুল রিজুর পরিচালনায় ‘বাপজানের বায়োস্কোপ’। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সানজিদা তন্ময়, শতাব্দী ওয়াদু প্রমুখ।