তারকাদের নয়া গন্তব্য

নুসরাত ফারিয়া,আরিফিন শুভ,পূজা চেরি

বড় পর্দার বাইরে অন্য মাধ্যমে একসময় কাজ করতে চাইতেন না সিনেমার তারকারা। সেই জায়গায় এখন ভাগ বসাচ্ছে ওটিটি। কেউ কেউ এখন সিনেমার চেয়ে ওয়েব সিরিজ বা ফিল্মে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন বেশি। করোনার কারণে অর্ধশতাধিক ছবির মুক্তি আটকে আছে। এসব ছবি মুক্তি পাওয়ার আগে সামনে নতুন ছবি কম তৈরি হওয়ার আশঙ্কা আছে। অন্যদিকে বিশ্বব্যাপী ওয়েবের জোয়ারে পাল্টে যাচ্ছে দর্শকের রুচি। ফলে তারকারাও চলচ্চিত্রের বাইরে ওটিটিতে অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে উঠছেন।

ইতিমধ্যে আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, পরীমনি, সিয়াম, মাহিয়া মাহী, নুসরাত ফারিয়া, পূজা চেরিসহ একাধিক সিনেমার অভিনয়শিল্পী ওয়েবে নাম লিখিয়েছেন। নিয়মিত ওয়েবে কাজের প্রস্তাব পাচ্ছেন তাঁরা।

চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ

ভারতের জি ফাইভের কন্ট্রাক্ট ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন আরিফিন শুভ। তিনি জানালেন, করোনা না থাকলে ওয়েবে তাঁর উপস্থিতি আরও তিন গুণ বাড়ত।

তিনি বলেন, ‘সারা বিশ্বের দর্শক এখন ওটিটিতে সিনেমা দেখছেন। এটার রেশ দেশেও পড়বে। আমি নিজেই নিয়মিত ওটিটির কনটেন্ট দেখি। এটার চাহিদা দেশেও বাড়ছে। দুই বছর আগে যেখানে ৭০ ভাগ সিনেমার প্রস্তাব পেয়েছি, সেই জায়গায় এখন প্রস্তাবটা সমান সমান। ভালো প্রস্তাব পেলে দুই মাধ্যমেই সমানতালে কাজ করতে আপত্তি নেই। সিনেমার টিকে থাকার জন্য আমাদের ভালো গল্পের সিনেমা এবং হলসংখ্যা আরও বাড়াতে হবে।’

বিদ্যা সিনহা মিম
ছবি: ইনস্টাগ্রাম

নীল দরজা দিয়ে ওয়েভে পা রাখেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পরে বিউটি অ্যান্ড বুলেট সিরিজে অভিনয় করেছেন। তিনি মনে করেন, ‘কাজ শেষে হলে অন্যান্য দেশের মতো আমাদেরও সেটা নিয়ে দর্শকের কাছে যাওয়াটা জরুরি। এখন কেউ কোনো কাজ দেখার জন্য দিনের পর দিন অপেক্ষা করবে না। সেখানে ওটিটির গুরুত্ব দিন দিন বাড়বে। দীর্ঘদিন ধরে করোনার কারণে তাঁর দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এমন অবস্থায় প্রযোজকেরা নতুন করে বিনিয়োগের ঝুঁকিতে আছেন।

তিনি বলেন, ‘আমি তো বছরে খুব বেশি সিনেমায় অভিনয় করি না। এখন সিনেমার সংখ্যা আরও কম হচ্ছে। বিনিয়োগ ফিরে না পেলে তো কেউ নতুন করে আর সিনেমায় বিনিয়োগ করতে উৎসাহিত হবে না। এদিকে করোনায় হল বন্ধ। এখন যে প্রস্তাব পাচ্ছি, তার বেশির ভাগ ওটিটি। খুব শিগগির দুটি ওটিটির কাজের ব্যাপারে জানাতে পারব।’

নুসরাত ফারিয়া
ছবি: ফেসবুক

‘যদি কিন্তু তবুও’ ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার পর থেকে একাধিক প্রস্তাব পেয়েছেন এই অভিনেত্রী। এখন ৫০ ভাগই ওয়েবের জন্য প্রস্তাব পান। তিনি বলেন, ‘সিনেমা মুক্তি পাচ্ছে না। এখন অভিনয়শিল্পীরা বসে থাকবেন না। অভিনয়ের সুযোগ আছে এমন মাধ্যমে কাজ করবেন। আমি ওটিটি প্ল্যাটফর্মের জন্য অনেক প্রস্তাব পেয়েছি। চুক্তিও করেছি। কিন্তু করোনার পরিকল্পনা পিছিয়ে যাচ্ছে। বেশির ভাগ গল্পই ভালো না লাগায় করছি না। সব মাধ্যমেই আমি কাজ করতে চাই।’

পূজা চেরি। ছবি: ইনস্টাগ্রাম

ওয়েবের প্রতি অভিনেত্রী পূজা চেরির তেমন কোনো ঝোঁক ছিল না। বড় পর্দার নায়িকা হয়েই ক্যারিয়ার এগিয়ে নিতে চেয়েছিলেন। ওটিটির গল্প ফিরিয়ে দেওয়া এই অভিনেত্রীই এই বছর প্রথম ওয়েব সিরিজ প্যারাসাইকোলজিতে কাজ করেছেন। এ ছাড়া হাতে যেসব চিত্রনাট্য এবং প্রস্তাব রয়েছে, সেগুলোর বেশির ভাগই ওয়েবের জন্য। তিনি বলেন, ‘অনেক সিনেমা আটকে আছে। করোনার শুরু থেকে মানুষ অনেকটাই ঘরবন্দী। এই সময়ে দেশের অনেক মানুষ ওটিটি দেখে অভ্যস্ত হচ্ছেন। বিনিয়োগকারীরাও সেভাবেই হলের বিকল্প চিন্তা করছেন। যে কারণে হয়তো ওয়েবের জন্য বেশি প্রস্তাব পাচ্ছি।’

তবে বড় পর্দায় যেন নিজেকে খুঁজে পান সিয়াম। বড় আয়োজনের সিনেমাগুলোতে অভিনয়ে অন্য এক আমেজ থাকে। উপস্থাপন, অভিনয়, ক্যামেরার কাজ, শব্দের কাজ, পুরো আয়োজন ও খুঁটিনাটি বিভিন্ন কিছু মিলিয়ে দর্শককে অন্য রকম একটা অনুভূতি দেয় সিনেমা। সেটার সঙ্গে অন্য কোনো প্রচারমাধ্যমকে তুলনা করতে চান না এই অভিনেতা।

সিয়াম আহমেদ
ছবি: সংগৃহীত

সম্প্রতি চরকিতে প্রচারিত হয়েছে তাঁর অভিনীত ওয়েব সিরিজ মরীচিকা। সেটা নিয়ে দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। সিয়াম বলেন, ‘মরীচিকায় অভিনয়ের আগে অনেক নির্মাতা এবং প্রযোজনা প্রতিষ্ঠান জানতেনই না, আমি ওয়েবে অভিনয় করি। এখন অনেকেই জানেন। কিছু প্রস্তাব পাচ্ছি। তবে এখনো সিনেমার প্রস্তাব আমার কাছে বেশি আসছে। দুই মাধ্যমকেই গুরুত্ব দিই। অ্যাকটিংয়ের জায়গা থাকলে যেকোনো মাধ্যমেই অভিনয় করতে চাই।’