তিনি মুজিব, তিনিই নজরুল

মায়ের সঙ্গে দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি
ছবি: ফেসবুক

পড়ার টেবিলে ভয়ে তটস্থ থাকেন দিব্য জ্যোতি। এই বুঝি মা এসে বকুনি দেন। একই ভয় শুটিংয়েও, মায়ের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালে। চিত্রনাট্যকার বৃন্দাবন দাস ও অভিনয়শিল্পী শাহনাজ খুশি দম্পতির ছেলে দিব্য। বাবা-মায়ের মতো তিনি ও তাঁর যমজ ভাই সৌম্য এখন নিয়মিত অভিনয় করতে চান।

শ্যাম বেনেগালের বঙ্গবন্ধুর জীবনীচিত্র ‘বঙ্গবন্ধু’তে তরুণ শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন দিব্য। এ ছাড়া ‘দালিয়া’ নামে একটি নাটকে কাজী নজরুলের চরিত্রে অভিনয় করেছেন। বিজ্ঞাপন, নাটকসহ একাধিক কাজ নিয়ে ব্যস্ত তিনি। আগে বাবা-মায়ের সঙ্গে শুটিং করতে গিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতেন। সেটা ছিল শখের বশে। এখন তিনি নিয়মিত অভিনয় করেন।

দিব্য বলেন, ‘চেয়েছিলাম আর্মি অফিসার হব। কিন্তু সেখানে অনেক নিয়মনীতি। একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। তখন আমার সামনে অপশন ছিল। এদিকে অভিনয় করতে করতে মাধ্যমটির প্রতি ভালোবাসা জন্মেছে। অভিনয়ে অনেকেই ভালো করছেন। এটিও ক্যারিয়ার হতে পারে। সুযোগ পেলে পড়াশোনার পাশাপাশি অভিনয়টাই চালিয়ে যাব।’

দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি
ছবি: ফেসবুক

দুই ভাই ভাবতেন, অভিনয়টা খুবই সহজ। খুঁটিয়ে খুঁটিয়ে মায়ের অভিনয়ের কড়া সমালোচনা করতেন। প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুঝতে পারেন, অভিনয় কঠিন কাজ। বাবা ও মায়ের অভিনয় দেখে শিখতে থাকেন তাঁরা। দীর্ঘদিন পর আবার বাবা-মায়ের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন দিব্য ও সৌম্য। দিব্য বলেন, ‘বাবার অভিনয় খুব বেশি দেখা হয় না। বাবা নিয়মিত অভিনয় করেনও না। মায়ের অভিনয় ভালো লাগে। শুটিংয়ে মা আমাকে বুঝতে পারেন। ক্যামেরার সামনে অভিনয়ের সুযোগ করে দেন। খুঁটিনাটি পরামর্শ দেন। তবে মাঝেমধ্যে ক্যামেরার সামনে মাকে প্রচণ্ড ভয় পাই। মনে হয় পড়ার টেবিলের মতো, এই বুঝি ভুল হলো আর মা বকা দিলেন।’

শুটিং সেটে দুই ছেলেকে সব সময় আগলে রাখেন শাহনাজ খুশি। অভিনয়, চরিত্র কীভাবে আত্মস্থ করতে হয়, পরামর্শ দেন।

ঈদের বৃন্দাবন দাসের লেখা ‘পরগাছা’সহ বেশ কিছু নাটকে তাঁদের দেখা যাবে
ছবি: ফেসবুক

ক্যারিয়ার নিয়ে দুই ছেলের পছন্দই অভিভাবক হিসেবে তাঁদের পছন্দ। তিনি মনে করেন, এখন তরুণ অভিনয়শিল্পীর সংখ্যা কম। যে কারণে নির্মাতাদের আস্থা হয়ে উঠছেন তাঁরা। প্রতিদিন নির্মাতাদের কাছ থেকে চিত্রনাট্য পান তাঁরা। সেগুলো পড়ে তিনিই পছন্দ করে ছেলেদের কাছে চিত্রনাট্য ধরিয়ে দেন। কারণ, তাঁদের দুই ছেলে ফেসবুক পছন্দ করেন না।

শাহনাজ খুশি বলেন, ‘ছেলেদের সঙ্গে অভিনয় করব, এটা কখনোই ভাবিনি। এখন মাঝেমধ্যে সবকিছু স্বপ্নের মতো লাগে। আবার ভালো লাগে একসঙ্গে অভিনয় করি। কিছু কাজ করে দুজনই বেশ প্রশংসাও পেয়েছে। এখন তারাও (দিব্য ও সৌম্য) নিয়মিত অভিনয় করতে চায়। তাদের আগ্রহ লক্ষ করি। আমরা দুজনই অভিনয়ের ব্যাপারে উৎসাহ দিই।’

দালিয়া চরিত্রে দিব্য জ্যোতি
ছবি: ফেসবুক

ঈদের বৃন্দাবন দাসের লেখা ‘পরগাছা’সহ বেশ কিছু নাটকে তাঁর পরিবারকে দেখা যাবে। শাহনাজ খুশি জানান, নাটকগুলো পরিচালনা করবেন সালাহউদ্দিন লাভলু, দীপু হাজরা প্রমুখ।