ধরে নিয়েছিলাম, ১৪ বছর পর বাবাকে কথাগুলো বলছি

'বাবা, তোমাকে ভালোবাসি' নাটকে ফজলুর রহমান বাবু ও জোভান আহমেদ

নির্মাতার কাছ থেকে নাটকের শেষ দৃশ্যের কথা শুনে জোভান আহমেদ হঠাৎ থেমে যান। চিত্রনাট্য নিয়ে সোজা মায়ের কাছে চলে যান। মাকে বলেন, তিনি মনে হয় নাটকটির জন্য মিসকাস্ট। মা চরিত্রটি শুনে সাহস দেন। পরে ক্যামেরার সামনে দাঁড়ান এই তরুণ অভিনেতা। নিজের সেই অভিনয় দেখে মা ও বোনদের সঙ্গে কেঁদেছেন জোভান। কী ছিল সেই দৃশ্য?

ফারহান আহমেদ জোভান
ছবি: প্রথম আলো

জোভান বলেন, 'বাবা, তোমাকে ভালোবাসি।' বাবার সঙ্গে ছেলের অভিমান নিয়ে গল্প। বাবার ওপর দীর্ঘদিন ধরে ছেলের মনে অভিমান। কিন্তু ছেলে শেষ দৃশ্যে তাঁর ভুলগুলো বুঝতে পারেন। অনেক সংলাপের পর অসুস্থ বাবাকে বলতে হবে, 'বাবা, তোমাকে ভালোবাসি।' এরপর থেমে যান জোভান। কিছুটা সময় নিয়ে আবার বলতে শুরু করেন, 'অনেক নাটকেই বাবার চরিত্র থাকে। কিন্তু বাবা–ছেলের ইমোশন নিয়ে এমন নাটকে আগে খুব একটা অভিনয় করিনি। চরিত্রটি আমার জন্য কঠিন ছিল। কারণ, আমি নিজেই কখনো বাবাকে ভালোবাসি কথাটি বলিনি। এমনকি ১৪ বছর যাবৎ আমি বাবাকে দেখি না।'

জোভানের বাবা থাকেন যুক্তরাষ্ট্রে। নিয়মিতই পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। ছেলের অভিনীত নাটকও বাবা দেখেন। কিন্তু বাবার সঙ্গে তাঁর অনেক দিন কোনো কথাই হয় না। জোভান বলেন, 'দীর্ঘদিন বাবাকে না দেখার কারণে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তার ওপর বাবা খুব অন্তর্মুখী একটা মানুষ। আমিও ব্যক্তিগত জীবনে খুব অন্তর্মুখী টাইপ। মধ্যবিত্ত পরিবারের হলে যা হয়। কথা না বলতে বলতে দেখি, পাঁচ–ছয় বছর ধরে বাবার সঙ্গে আমার কোনো কথাই হয় না। মায়ের সঙ্গে নিয়মিত কথা হয়। শুনেছি, বাবা আমার নাটকের প্রশংসা করেন।'

জোভান বলেন, মনে হচ্ছিল ফজলুর রহমান বাবু ভাই আমার বাবা

শুটিংয়ে কিছুটা চিন্তিত ছিলেন জোভান। দৃশ্য ধারণের আগেই নির্মাতাকে বলে রেখেছিলেন, তাঁর মতো করে একবার দৃশ্যটির শুটিং করবেন। সেখানে পুরো দৃশ্যে কাট বলা যাবে না। নির্মাতার অপছন্দ হলে তিনি বারবার শট দেবেন। কিন্তু শর্ত একটাই—আগে নিজের মতো করে শট দেবেন।

শুটিং শেষ হওয়ার পরে দেখা গেল, নির্মাতার চোখে পানি। জোভানের পরিকল্পনামতোই দৃশ্যটি ওকে হয়েছিল। জোভান বলেন, 'আমি মনে মনে ধরে নিয়েছিলাম, ১৪ বছর পর আমার বাবাকে কথাগুলো বলছি। অনেক দিন বাবাকে না দেখার সেই আবেগটাই আমার মধ্যে কাজ করছিল। মনে হচ্ছিল ফজলুর রহমান বাবু ভাই আমার বাবা।'

'বাবা, তোমাকে ভালোবাসি' নাটকটিতে ফজলুর রহমান বাবুর বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও মামুনুর রশীদ

জোভানের সঙ্গে কথা বলার সময় জানতে চাই, বাবার সঙ্গে কথা হয় না কেন? এর একমাত্র কারণ দূরত্ব তৈরি হয়েছে। অন্য কোনো কারণ নেই। তাঁদের সুখী করতেই তাঁর বাবা যুক্তরাষ্ট্রে রয়েছেন। 'তুমি আমাদের স্বপ্ন পূরণ করতে করতে তোমার স্বপ্নটা চাপা দিয়েছিলে।'

নাটকের এই সংলাপে তিনি যেন বাবাকেই খুঁজে পান। জোভান বলেন, 'নাটকটি অনেক দর্শক পছন্দ করেছেন। এতেই আমি খুশি। আমার পরিবারের সবাই খুশি। নাটকটি দেখার সময় আমার পুরো পরিবারের সঙ্গে কেঁদেছি। এটা আমার জন্য অনেক বড় একটা অর্জন।'

ফারহান আহমেদ জোভান
ছবি: জোভানের ফেসবুক থেকে

'বাবা, তোমাকে ভালোবাসি' নাটকটিতে ফজলুর রহমান বাবুর বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও মামুনুর রশীদ। প্রবীর রয় চৌধুরীর রচনা ও পরিচালনায় নাটকে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, সামিয়া অথই। সবশেষে জোভান বলেন, 'নাটকে আমার পাঁচটি দৃশ্য ছিল। শুধু শেষ দৃশ্যটিতে অভিনয়ের লোভে রাজি হয়েছিলাম।'