নাটকটি কবির জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনি নিয়ে

‘প্রিয় কবিতা’ নাটকের দৃশ্যে সালহা খানম নাদিয়া ও সজল।
সংগৃহীত।

‘কবি চরিত্রে কয়েকটি নাটকে অভিনয় করেছি। তবে এই নাটকের চরিত্রটি একেবারে অন্য রকম। পঙ্গু একজন কবির জীবনের গল্প। এমন গল্পে আগে কখনো কাজ করা হয়নি। অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা হয়েছে।’ এভাবেই বললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী সজল।
সজল জানালেন, করোনার ঠিক আগমুহূর্তে এ নাটকের শুটিং করেছেন তিনি। কাল শুক্রবার আরটিভিতে নাটকটি দেখানো হবে। ‘প্রিয় কবিতা’ নামের এ নাটকে সজলের বিপরীতে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া। তিনি এর আগে সজলের বিপরীতে অভিনয় করেছেন। সজল বললেন, ‘অন্য অনেক শিল্পীর মতো নাদিয়ার সঙ্গেও বেশ কয়েকটি কাজ করেছি। আমার কাছে মনে হয়েছে, বেশ মনোযোগী একজন শিল্পী এবং ভালো মানুষও।’

‘প্রিয় কবিতা’ নাটকের শুটিংয়ের ফাঁকে সালহা খানম নাদিয়া ও সজল।
সংগৃহীত।

‘প্রিয় কবিতা’ নাটকের গল্প লিখেছেন মাহতাব হোসেন। আর পরিচালনা করেছেন পরিচালক সরদার রোকন। সজল জানালেন, বরাবরই তিনি ভিন্ন ধরনের গল্পে কাজ করার ব্যাপারে আগ্রহী থাকেন। এ নাটকে অভিনয়ের ক্ষেত্রেও গল্পটা তাঁকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। সজল বললেন, ‘আমি এমন গল্পই পছন্দ করি, যে গল্পে কোনো না কোনো বার্তা থাকে। সমাজের অসংগতি তুলে ধরা হয়। আমি মনে করি, নাটক দেখেও অনেকে অনেক কিছু শেখে। তাই বক্তব্যধর্মী নাটক আমার পছন্দ বেশি।’
কবির চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতাও দারুণ বলে জানালেন সজল। কারণ হিসেবে বললেন, ‘এখন সেই সব চরিত্রে অভিনয় করতে ভালো লাগে, যা ভাবায় এবং পরিশ্রম করা লাগে। এ নাটকে অভিনয় করতে গিয়ে আমার প্রস্তুতিও ছিল। আমার সিনিয়র কয়েকজন অভিনয়শিল্পীর সঙ্গে চরিত্রটি নিয়ে আলোচনা করেছি। তাঁরা আমাকে বরাবরই যথেষ্ট সহযোগিতা করেন। এ চরিত্রের প্রস্তাব যখন আমার কাছে এসেছিল, তখনো আলাপ করেছি। পূর্ণ সহযোগিতাও পেয়েছি।’

‘প্রিয় কবিতা’ নাটকের দৃশ্যে সালহা খানম নাদিয়া ও সজল।
সংগৃহীত।

কাল শুক্রবার রাত আটটায় আরটিভিতে দেখানো হবে প্রিয় কবিতা। নির্মাতা সরদার রোকন নাটকটির গল্প সম্পর্কে জানান, একজন কবির জীবন ও তাঁর জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে এ গল্প। গল্পে উঠে এসেছে নাগরিক জীবনের জটিল বিষয় ও প্রেম।