প্রেম প্রবচন

>

আজ ভালোবাসা দিবসে একসঙ্গে ১২টি টিভি চ্যানেলে রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে ‘ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প’ ক্যাম্পেইনের তিনটি নাটক—ছন্দ ছাড়া গান, যে যেখানে দাঁড়িয়ে আর এই গল্পের নাম নেই। এই তিন নাটকের তিন শিল্পী—প্রীতম হাসান, সাবিলা নূর ও মনোজ প্রামাণিক আমাদের জানিয়েছেন তাঁদের প্রেম নিয়ে পছন্দের তিনটি উক্তি, যা তাঁদের ভাবায় কিংবা মিলে যায় জীবনের সঙ্গে।

মনোজ প্রামাণিক
মনোজ প্রামাণিক


ভালোবাসা হচ্ছে আগুনের ওপরে বসে বন্ধুত্ব করা
মনোজ প্রামাণিক, অভিনেতা
ভালোবাসা এমন একটা অনুভূতি যেটার বিভিন্ন পর্যায় আছে। যেটাতে আছে সুখের দিন, কষ্টের দিন, অনুভূতিহীনতার দিন। যদি কেউ সত্যিকার ভালোবাসা অনুভব করতে পারে, তাহলে সময়ের সঙ্গে এই সব পর্যায়কে অতিক্রম করে ভালোবাসার সৌন্দর্যকে ধারণ করতে পারবে।


ভালোবাসা পাওয়া থেকে রক্ষা করা কঠিন

প্রীতম হাসান
প্রীতম হাসান


প্রীতম হাসান, সংগীতশিল্পী ও অভিনেতা
ভালোবাসার মানুষটাকে পাওয়ার পর থেকে ধরে রাখা অনেক কঠিন—এই উপলব্ধি আমার সম্প্রতি হলো। ব্যক্তিজীবনের উপলব্ধি না। এটা হয়েছে ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্পের কাজ করতে গিয়ে। আমরা মাঝেমধ্যে প্রিয় মানুষটাকে পেয়ে গেলে বুঝি না তাঁর মূল্য। তখন একটা গা ছাড়া ভাব চলে আসে। আর এভাবেই আমরা ভালোবাসা পেয়েও একটা সময় হারিয়ে ফেলি। তাই ইদানীং মনে হয়, ভালোবাসা পাওয়া থেকে রক্ষা করা কঠিন, সেই ভালোবাসাকে বছরের পর বছর ধরে রাখা কঠিন।

সাবিলা নূর
সাবিলা নূর


কোনো কোনো গল্প অসমাপ্তই রয়ে যায়
সাবিলা নূর, অভিনেত্রী
এবারে ছন্দ ছাড়া গান নাটকে অভিনয়ের সময় আমাদের থিম ছিল ‘কোনো কোনো গল্প অসমাপ্তই রয়ে যায়’। কিন্তু আমার কাছে ভালোবাসা–প্রেম নিয়ে মনে হয়—গল্পকে অসমাপ্ত রাখা যাবে না। ভালোবাসাটা যদি সত্যি হয়, অনুভূতিগুলো খাঁটি হলে গল্পের শেষ পর্যন্ত দেখে ছাড়তেই হবে। সেই চেষ্টা, গল্পকে আঁকড়ে ধরে রাখার সেই আকাঙ্ক্ষাটাই আমার কাছে সত্যিকারের ভালোবাসা।