যে প্রেম মানেনি দেশের সীমানা

মিথিলা ও সৃজিত
ছবি: প্রথম আলো

প্রেম কোনো বাধা মানে না, এমন কি কাঁটাতারের সীমানাও। যুগে যুগে সীমানা পার হয়ে ভালোবাসা ছুঁয়েছে মনের মানুষকে। রোমান সম্রাট মার্ক অ্যান্টনিও কি ভেবেছিলেন, তাঁর ভালোবাসা পড়ে আছে মিসরের ক্লিওপেট্রার কাছে? ভারতের তরুণ সংগীতশিল্পী মোনালি ঠাকুরও ভালোবাসার মানুষ বেছে নিয়েছেন জার্মানি থেকে। বাংলাদেশের তারকাদেরও কেউ কেউ ভালোবাসা খুঁজে পেয়েছেন সীমানার ওপারে।

রবি শর্মার পাশে শাকিলা
ছবি : সংগৃহীত


বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শাকিলার জীবনসঙ্গী ভারতীয় নাগরিক রবি শর্মা। তড়িৎ প্রকৌশলী হলেও তাঁর বড় পরিচয়, তিনি কবি। ২০১৫ সালের ডিসেম্বরে বিয়ের খবরটি গণমাধ্যমকে জানালেও তার বেশ আগেই তাঁরা বিয়ে করেন। রবি সম্পর্কে শাকিলা প্রথম আলোকে বলেছিলেন, ‘অনেক দিন ধরেই রবিকে আমি চিনেছি, জেনেছি। সে আগাগোড়াই একজন ভালো মানুষ। একজন ভালো কবিও। আমাদের বোঝাপড়াটা ভালো। আমিও একা ছিলাম। পারস্পরিক সমঝোতায় বিয়ে করার সিদ্ধান্ত নিই।’

আর শাকিলাকে নিয়ে রবি শর্মা বলেছিলেন, ‘তাঁর সঙ্গে যখন পরিচয় হয়, তখনো আমি জানতাম না যে সে একজন শিল্পী। পরে জানতে পারি। ধীরে ধীরে তাঁকে আমার ভালো লেগে যায়। এক সময় তাঁকে আমি বিয়ের প্রস্তাব দিই। শাকিলাও সাড়া দেয়।’
গিটারিস্ট সেথ পান্ডুরাঙাকে বিয়ে করেন সংগীতশিল্পী আনুশেহ আনাদিল।

গিটারিস্ট সেথ পান্ডুরাঙাকে বিয়ে করেন সংগীতশিল্পী আনুশেহ আনাদিল

২০১৬ সালের ডিসেম্বরে ঢাকার বনানীতে আনুশেহর মা লুবনা মারিয়ামের বাসায় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া পান্ডুরাঙা বিয়ের আগে বছর সাতেক ধরে বাংলাদেশে থাকতেন। আনুশেহর বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে বাজাতে দেখা গেছে। দুজনে মিলে গড়ে তুলেছিলেন ‘বাহক’ নামে একটি গানের দলও। তাঁরা দুজন একসঙ্গে সংসার নিয়ে ভালোই আছেন।

চিত্রনায়ক আরিফিন শুভ ও তাঁর স্ত্রী অর্পিতা সমাদ্দার
ছবি : সংগৃহীত

ঢালিউডের এই সময়ের আলোচিত অভিনয়শিল্পী আরিফিন শুভও বিয়ে করেন ভারতের অর্পিতা সমাদ্দারকে। কলকাতার মেয়ে অর্পিতা ফ্যাশন ডিজাইনার, বাংলাদেশে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন। ২০১৫ সালে বিয়ে করার আগে আট বছর ধরে তিনি ঢাকায় ছিলেন। বিয়ের এক বছর আগে তাঁদের দুজনের পরিচয় হয়। শুরুতে ‘তা ছিল শুধুই বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে সম্পর্ক ভালোবাসায় মোড় নেয়। তখন পারিবারিকভাবে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। কলকাতার টালিগঞ্জে অর্পিতা সমাদ্দারের বাবার বাসায় এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের আয়োজন করা হয়েছিল।

২০১৯ সালের জানুয়ারিতে পরিচয়, আর ডিসেম্বরে বিয়ে করলেন বাংলাদেশের অভিনয়শিল্পী মিথিলা ও ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ফেসবুকে তিন সপ্তাহের আলাপের পর মিথিলার সঙ্গে দেখা করতে ঢাকায় এসেছিলেন সৃজিত। মিথিলার কাছে জানা যায়, প্রথম বন্ধুত্বের প্রস্তাব আর সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বানটা প্রথম এসেছিল সৃজিতের কাছ থেকেই। গতকাল শনিবার কলকাতা থেকে ঢাকায় এসেছেন মিথিলা ও সৃজিত। সপ্তাহখানেক ঢাকায় থেকে আবার উড়াল দেবেন। মিথিলা বলেন, ‘আমার ক্ষেত্রে অবশ্যই বলব, কাঁটাতারের বেড়া আমাদের ভালোবাসার কারণে সেতুতে রূপান্তরিত হয়েছে। আমরা সেই সেতু দিয়ে এখন দুই দেশে নিয়মিত যাওয়া–আসা করছি।’

গান, আড্ডা আর খুনসুটিতে চলছে অর্ণব–সুনিধির সংসার
ছবি : প্রথম আলো

গত বছরের অক্টোবরে পশ্চিমবঙ্গের আসানসোলের মেয়ে সুনিধি নায়েককে বিয়ে করেন বাংলাদেশের অর্ণব। বছর দুই আগে সুনিধির সঙ্গে তাঁর পরিচয়। এরপর বন্ধুত্ব, প্রেম ও বিয়ে। সুনিধি নায়েকের আসানসোলের বাড়িতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।