বনানী মাঠের পূজা সরাসরি

রাজধানীর বনানী মাঠের পূজামণ্ডপের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি দেখাবে মাছরাঙা টেলিভিশন ও বৈশাখী টিভি। এখানে পূজার আয়োজন করেছে গুলশান-বনানী সর্বজনীন পূজা পরিষদ। এই পরিষদের সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মনোজ সেনগুপ্ত জানান, আজ অষ্টমীর দিন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে রাত আটটায়। আজ গান করবেন ফেরদৌস আরা, চন্দনা মজুমদার, ফাহিম হোসেন চৌধুরী, আবু বকর সিদ্দিক, অনিমা মুক্তি গোমেজ, শ্রাবস্তি ধর প্রমুখ। নাচ করবেন প্রেমা ও পূজা সেনগুপ্ত। থাকবে আরও আয়োজন।