বাবাকে হারালেন নায়ক জায়েদ খান

বাবার সঙ্গে জায়েদ খান
ছবি:সংগৃহীত

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় চিত্রনায়ক জায়েদ খানের বাবা এম এ হক মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ক্যানসার, নিউমোনিয়াসহ বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাবা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জায়েদ খান। তিনি হাসপাতাল থেকে জানান, গতকাল রাত থেকে তাঁর বাবার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। শারীরিক অবস্থা খারাপ হলে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা পরিবারের সদস্যদের জানান, তাঁর বাবার শারীরিক অবস্থা ভালো না। জায়েদ বলেন, ‘বাবার গলার ক্যানসারটা ভালোর দিকেই যাচ্ছিল। বাবার শেষ ইচ্ছা ছিল, মুম্বাইয়ে গিয়ে চিকিৎসা নেবেন। ভিসাও প্রস্তুত ছিল। এর মধ্যে আবার তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। আমরা অপেক্ষা করছিলাম, বাবার নিউমোনিয়াটা একটু কমলেই বাবার শেষ ইচ্ছা পূরণ করব। এর মধ্যেই বাবা আমাদের ছেড়ে চলে গেলেন।’

বাবার সঙ্গে জায়েদ খান
ছবি: সংগৃহীত

জায়েদ খান আরও জানান, তাঁর বাবার শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরে ভালো ছিল না। তাঁকে অক্সিজেন দিয়ে রাখা হতো। মুম্বাইয়ে নেওয়ার জন্য চিকিৎসকেরা সুস্থ করার চেষ্টা করছিলেন।

তাঁরা হাসপাতাল থেকে লাশ মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে তাদের বাসায় নিয়ে যাবেন। সেখানে বাদ আছর মরহুমের প্রথম জানাজা হবে। পরে লাশ তাঁদের পিরোজপুরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। জায়েদ খান জানান, তাঁর বাবা মৃত্যুর আগে বলে গিয়েছেন, তাঁদের পারিবারিক কবরস্থানে তাঁর দাদা-দাদির পাশে যেন তাঁকে দাফন করা হয়। সেই ইচ্ছা পূরণ করতেই তাঁরা জানাজা শেষে লাশ নিয়ে পিরোজপুরের উদ্দেশে রওনা দেবেন। এম এ হক মৃত্যুর আগে স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। জায়েদ সন্তানদের মধ্যে সবার ছোট। তিনি জানান, আগামীকাল বাদ জুমা তাদের গ্রামের বাড়ির মসজিদে জানাজা হবে’।