বুধবার বিকেলে ‘ভোরের ট্রেন’

টেলিছবির দৃশ্যে সুবর্ণা মুস্তাফা ও তাসনিয়া ফারিনসংগৃহীত

নদীর পাড়ের মফস্বল এক শহর। বৃদ্ধা মাকে নিয়ে তিন ভাইয়ের যৌথ পরিবার। তিন ভাইয়ের স্ত্রী ছেলেমেয়ে নিয়ে আটজন এবং দুজন পরিচারিকা। বড় ভাই আমজাদ বাড়ির প্রধান। বাড়ির সবাই তাঁকে ভয় পায়। ছোট ভাই আদনান দুই বছর হল বিয়ে করেছে। তাঁর স্ত্রী রূপা সন্তান সম্ভবা। পরিবারের মেজ ভাই আলতাফ বছর পাঁচ আগে মারা যান। আলতাফের স্ত্রী শাহানা এবং মেয়ে জয়া এ বাড়িতেই থাকেন। গল্পটা মূলত তাঁদের নিয়ে। এ গল্প নিয়ে টেলিছবি ‘ভোরের ট্রেন।’

‘ভোরের ট্রেন’ টেলিছবির একটি দৃশ্য
সংগৃহীত

জয়া এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা যেদিন শেষ হয়, পরদিনই পাত্রপক্ষ জয়াকে দেখতে আসে। সেজেগুজে পাত্রপক্ষের সামনে গিয়ে বসে সে। আমজাদ সাহেবের কথার ওপর বাড়ির কেউ কথা বলে না। জয়া মায়ের কাছে কান্নাকাটি করে। শাহানা ভয়ে ভয়ে ভাশুরকে বলে, এখন বিয়ের কী দরকার? আমজাদ সাহেব ধমক দেন। আমজাদ সাহেব বলেন পাত্র পছন্দ না হলে বল, আরও পাত্রের সন্ধান করব। কিন্তু এ বাড়ির মেয়েদের এই বয়সেই বিয়ে হবে।

এরপর ঘটনার মোড় নেয় অন্য দিকে। শেষ পর্যন্ত কি জয়া বিয়ে করে, নাকি প্রতিবাদ করেন পারিবারিক প্রথার বিরুদ্ধে? মাসুম শাহরিয়ারের রচনা ও সাইদুর রহমানের পরিচালনায় এ টেলিছবিতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, তাসনিয়া ফারিন, খায়রুল আলম সবুজ, নাফিসা চৌধুরী, মহসিন আলম, রিনা রহমান, আহসান হাবিব নাসিম প্রমুখ। বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে দেখা যাবে টেলিছবি ‘ভোরের ট্রেন।’