‘ব্যায়াম করছি, একটি মেয়ে বলল ভিডিও করে দিতে হবে’

নাটকটির আজ ৫০তম পর্ব
ছবি: সংগৃহীত

একটি ব্যায়ামাগার ঘিরে মজার সব ঘটনা। কেউ সেখানে যান শরীরচর্চার জন্য। কেউ আসেন টিকটকের ভিডিও বানাতে, কেউবা প্রেম করতে। মাঝেমধ্যে চলে উটকো আড্ডা। এই দলে উঠতি অভিনেতা থেকে শুরু করে আছেন ব্যবসায়ীসহ নানা পেশার তরুণ ও বয়স্করা। তাঁদের ঘটনা নিয়েই ধারাবাহিক নাটক ‘শারীরিক শিক্ষা’য় দেখানো হয় সমাজের নানা অসংগতি। নাটকটির আজ ৫০তম পর্ব।

ধারাবাহিক নাটক ‘শারীরিক শিক্ষা’র একটি দৃশ্য
ছবি: সংগৃহীত

নাটকটি সম্পর্কে নির্মাতা খায়রুল পাপন বলেন, ‘আমরা সমসাময়িক একটি গল্প দেখানোর চেষ্টা করেছি। বলা যেতে পারে এটি একটি ট্রেন্ডি নাটক। এই সময়ের দর্শকেরা যে রকম গল্প পছন্দ করেন, তাঁদের চাহিদার কথা বিবেচনা করেই নাটকটি বানানো। নাটকটির আজ ৫০ পর্ব প্রচার হচ্ছে। ইতিমধ্যে নাটকটি দর্শক পছন্দ করছেন, এটাই আমাদের বড় পাওয়া।’

ধারাবাহিকের গল্প এগিয়ে যায় শরীরচর্চা করতে আসা কিছু মানুষের, যাদের জীবনের অন্যতম অপরিহার্য বিষয় ‘শারীরিক শিক্ষা’
ছবি: সংগৃহীত

ধারাবাহিকের গল্প এগিয়ে যায় শরীরচর্চা করতে আসা কিছু মানুষের, যাদের জীবনের অন্যতম অপরিহার্য বিষয় ‘শারীরিক শিক্ষা’। শরীর গঠন করা নিয়েই তাদের ধ্যান, জ্ঞান, মনন—সবকিছু। নাটকের অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ‘এখানে বিভিন্ন ধরনের মানুষ ব্যায়াম করতে আসেন। যেমন আমি ব্যায়াম করছি, এক মেয়ে এসে বলে টিকটকের জন্য ভিডিও করে দিতে হবে। কেউ সন্দেহ করে আসে তাঁর স্বামীর খবর নিতে। একটি শারীরিক শিক্ষাকেন্দ্রে যা হয়, সেগুলোই নাটকীয়তার মাধ্যমে তুলে ধরা হয়েছে। দর্শক নাটকটি দেখলে বিনোদন পাবেন।’

গত ১৩ মার্চ থেকে মাছরাঙা টেলিভিশনে নাটকটির প্রচার শুরু হয়েছে
ছবি: সংগৃহীত

গত ১৩ মার্চ থেকে মাছরাঙা টেলিভিশনে নাটকটির প্রচার শুরু হয়েছে। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দেখানো হয় নাটকটি। পরিচালক জানান নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মারজুক রাসেল, নাদিয়া মীম, মুকিত জাকারিয়া, তানজিম অনিক, সহিদ-উন-নবী, সায়েম সালেক, অপু, আনোয়ার, হারুন রশীদ, আইরিন আফরোজ, নিশাত প্রিয়ম, সাদিয়া তানজিন, আফ্রি সেলিনা প্রমুখ।