ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে বিপাকে শুভশ্রীর বর

রাজ চক্রবর্তী ও শুভশ্রীইনস্টাগ্রাম

ফেসবুকে নারী ও শিশুদের অভিনয়ের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন, তরুণীদের সঙ্গে করতেন অশ্লীল চ্যাট। ভদ্রলোকের নাম রাজ চক্রবর্তী। তবে তিনি টালিউড তারকা শুভশ্রীর বর পরিচালক রাজ চক্রবর্তী নন। তাঁর নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেই অ্যাকাউন্ট থেকে এসব কাণ্ড ঘটায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন রাজ।

কিছুদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন পরিচালক রাজ চক্রবর্তী। কাজের জন্য শিশুশিল্পী আহ্বান করেছিলেন তিনি। এর ঠিক পরপরই তাঁর নামে কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। সেসবের কোনো কোনো অ্যাকাউন্টে জুটে যায় লাখখানেক অনুসারী।

সদ্য বাবা হয়েছেন রাজ
ইনস্টাগ্রাম

বেশ কিছু অভিভাবক তাঁদের শিশুদের অভিনয়ের সুযোগ করে দিতে যোগাযোগ করেন ‘ভুয়া রাজ চক্রবর্তী’র সঙ্গে। এভাবে যোগাযোগ করেন অনেক নারী, যাঁদের বেশির ভাগই তরুণী। শিশুদের অভিভাবক ও নারীদের অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার কথা বলে বেশ কিছু টাকা হাতিয়ে নেয় ওই চক্র। এ ছাড়া তরুণীদের সঙ্গে অশ্লীল চ্যাটও করে তারা। পরে প্রতারিত অভিভাবক ও তরুণীরা যোগাযোগ করেন আসল রাজ চক্রবর্তীর সঙ্গে। ঘটনাগুলো নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে সবাইকে জানিয়ে সতর্ক করেছেন রাজ।

পরিচালক ও অভিনেত্রী দম্পতি
ইনস্টাগ্রাম

রাজ লিখেছেন, ‘ফেসবুকে আমার এবং আমার কোম্পানি “রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট”–এর নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট তৈরি হয়েছে। প্রচুর মানুষ বুঝতে না পেরে সেসব অ্যাকাউন্ট ফলো করছে। তাদের সহজ মানসিকতার সুযোগ নিয়েছে কিছু প্রতারক। ওই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে মেয়েদের কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অশ্লীল চ্যাট করছে। অনেকের কাছ থেকে অভিনয় করার সুযোগ দেওয়ার বিনিময়ে প্রচুর টাকাও নিচ্ছে।’

ফেসবুকে রাজের ফেক একাউন্ট
ফেসবুক থেকে স্ক্রিনশট

রাজ আরও লেখেন, তিনি ফেসবুকে কারও সঙ্গে ব্যক্তিগতভাবে চ্যাট করেন না। ফেসবুকে তাঁর নিজের ও প্রতিষ্ঠানের দুটি পেজই ভেরিফায়েড। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘পেজের পাশে একটি নীল রঙের টিক চিহ্ন দেওয়া আছে। আমার নামে কেউ প্রতারিত হবেন না। আমাদের এখানে টাকার বিনিময়ে কাজ দেওয়া হয় না। কাজ করার মাপকাঠি শুধুমাত্র যোগ্যতা।’

প্রতারকেরা যে চ্যানেলে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল, সেই চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন একজন অভিভাবক। তারপরই অপরাধীদের ধরতে তৎপর হয় পুলিশ। রাজ চক্রবর্তীও থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার দায়ে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ থানা–পুলিশ। এক নারীসহ ওই চক্রের তিনজন আছেন পুলিশের হেফাজতে। এর পেছনে আর কারা রয়েছে, সেটা জানতে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গত বছর ‘পরিণীতা’ নামের একটি ছবি মুক্তি পায় রাজ চক্রবর্তীর। সেখানে অভিনয় করেছিলেন পরিচালকের স্ত্রী শুভশ্রী ও ঋতিক। এ ছাড়া রাজ আরও পরিচালনা করেছেন ‘প্রেম আমার’, ‘বোঝে না সে বোঝে না’, ‘পারব না আমি ছাড়তে তোকে’সহ আরও বেশ কিছু ছবি। এ বছর মার্চে মুক্তি পায় রাজের ছবি ‘ধর্মযুদ্ধ’। গত সেপ্টেম্বর মাসে প্রথম মা–বাবা হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও পরিচালক শুভশ্রী ও রাজ।

গত সেপ্টেম্বর মাসে প্রথম মা–বাবা হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও পরিচালক শুভশ্রী ও রাজ।
ইনস্টাগ্রাম