মনিটরের সৌন্দর্য বেড়ে যায়

আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌচয়নিকা চৌধুরীর সৌজন্যে

২৫ বছর পর গেল বছর ‘দেয়ালের অন্তরালে’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। তারপর আবার বিরতি। এক বছর পর দুজনে নতুন একটি টেলিছবিতে অভিনয় করছেন। মঙ্গলবার থেকে ঢাকায় ‘প্রথম প্রথম প্রেম’ নামের এই টেলিছবির শুটিং শুরু হয়েছে। ফারিয়া হোসেনের লেখা এই টেলিছবির পরিচালক চয়নিকা চৌধুরী।

আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ ও শহীদুজ্জামান সেলিম

আফজাল হোসেন এখন অভিনয় কম করেন। তিনি বলেন, ‘এখন একটু বেছে বেছে কাজ করি। চয়নিকা চৌধুরী তাঁর সাধ্য দিয়ে টেলিভিশনের জন্য সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেন। এটি নাটকের একটা বড় গুণ। প্রোডাকশনের সৌন্দর্য থাকে, দেখতে ভালো লাগে, যত্ন থাকে। এ ধরনের কাজ করার চেষ্টা করি।’

এদিকে শুটিংয়ের পরিবেশ সন্তোষজনক না হলে কাজে মন বসে না বলে জানান আফজাল হোসেন। তিনি বলেন, ‘এই কাজটির কথা বলি, এখানে মৌ আর শহীদুজ্জামান সেলিম আমার পরিবারের সদস্য। সঙ্গে আছে এখনকার জেনারেশনের নাবিলা ইসলাম। আমার কাছে মনে হয়েছে, এটি একটি সুন্দর সমন্বয়। এটি আনন্দের ও উপভোগ করার একটা বিষয়। ভালো লাগছে কাজটি করতে।’

মঙ্গলবার থেকে ঢাকায় ‘প্রথম প্রথম প্রেম’ নামের এই টেলিছবির শুটিং শুরু হয়েছে

আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করাটা আশীর্বাদ মনে করেন সাদিয়া ইসলাম মৌ। তিনি বলেন, ‘আমি নিজেকে ভাগ্যবতী মনে করি, কারণ আফজাল আঙ্কেল, সেলিম ভাইদের মতো মানুষের সঙ্গে আমাকে কাস্ট করা হয়। এত বড়মাপের অভিনেতাদের সঙ্গে কাজ করা যে কী আরামদায়ক, বলে বোঝাতে পারব না! তাঁদের সঙ্গে কাজ করলে প্রতিটি মুহূর্তই শিখি। অপেক্ষা করি, কখন তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পাব।’

আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, নাটকের পরিচালক চয়নিকা চৌধুরী ও শহীদুজ্জামান সেলিম

মৌ আরও বলেন, ‘এই বয়সে আমরা তাঁদের সঙ্গে অভিনয় করছি, পাশে দাঁড়াচ্ছি! এ ধরনের কো-আর্টিস্ট যখন সঙ্গে থাকেন, কাজের প্রতি আগ্রহ বাড়ে, ভালো কাজের তাগিদ বাড়ে। আমাদের জন্যও বিরাট সম্মানের এটি।’

আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ

টেলিছবির পরিচালক চয়নিকা চৌধুরী বললেন, ‘যাঁদের নিয়ে আমি কাজ করছি, তাঁদের নিয়ে বলার মতো সাহস আমার নাই। এটুকুই বলি, শুটিংয়ের সময় মনিটরে যখন তাঁদের দেখি, তাঁদের ছবিতে মনিটরের ফ্রেম ভরে যায়, মনিটরের সৌন্দর্য বেড়ে যায়।’