‘মা, আমি কি তোমার দরজার সামনে একটু বসে থাকতে পারি’

মায়ের কাছে নিনিত হুমায়ূনের বায়না, ‘মা, আমি কি তোমার দরজার সামনে একটু বসে থাকতে পারি।’ অভিনেত্রী মা মেহের আফরোজ শাওন আর না করেননি।

অভিনেত্রী মেহের আফরোজ শাওন
ছবি: ফেসবুক

দরজার পাশে ছেলে বসে মায়ের দিকে তাকিয়ে ছিল। ছেলের একা বসে থাকার ছবি ফেসবুকে পোস্ট করেছেন শাওন। গত ৩০ জুলাই এই অভিনেত্রী ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন তিনি করোনায় আক্রান্ত। তার পর থেকেই বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন। পরে তাঁর এক ছেলে নিষাদ করোনায় আক্রান্ত হয়। তাঁদের বাসায় একমাত্র সুস্থ ছোট ছেলে নিনিত। বাসার কাজের সাহায্যকারী মেয়েটিরও পাঁচ দিন ধরে করোনা।

হুমায়ূন আহমেদ ও শাওন দম্পতির ছোট ছেলে নিনিত। সে বাসায় একমাত্র সুস্থ ব্যক্তি।

মা ও ছোট ভাইকে ছাড়া একাই সময় কাটাচ্ছে নিনিত। মাকে ছেড়ে ১২ দিন সে দূরে। ভাই নিষাদ সাত দিন ধরে করোনায় আক্রান্ত।

গত রাতে শাওন ফেসবুকে লিখেছেন, নিনিত একাই বাসা সামলে নিচ্ছে। তাঁদের কাজে সাহায্যকারী মেয়েটিও পাঁচ দিন ধরে করোনায় আক্রান্ত।

দুই সন্তানের সঙ্গে করোনার আগে মেহের আফরোজ শাওন। গত ৩০ জুন তিনি জানতে পেরেছেন, তিনি করোনায় আক্রান্ত। তার পর থেকেই তিনি কোয়ারেন্টিনে চলে যান। নিয়ম মেনে চিকিৎসা নিচ্ছেন।

শাওনের ফেসবুক পোস্টের নিচে একাধিক অভিনয়শিল্পী, গায়ক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি মন্তব্যে সুস্থতা কামনা করেছেন।