মান্নার স্ত্রীর চিঠির ভাষা অশালীন: জয়

‘জীবনের গল্প’ নামে একটি টিভি অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থাপক জয়ের বিরুদ্ধে অভিযোগ করেন শেলী। অনুষ্ঠানের একটি পর্বে কেবিন ক্রুদের প্রেম এবং বিদেশ থেকে কেনা জিনিসপত্র দেশে এনে বিক্রি করা প্রসঙ্গে অতিথিকে প্রশ্ন করেন জয়। একে আপত্তিকর মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন শেলী। এ ছাড়া সাত দিনের মধ্যে জয়কে জনসমক্ষে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

শাহরিয়ার নাজিম জয়সংগৃহীত

উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে সাত দিনের আলটিমেটাম দিয়েছিলেন প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না। সময় পেরিয়ে যাওয়ার পর পাঠিয়েছেন চিঠি। সেই চিঠির ভাষাকে অশালীন বলে মন্তব্য করেছেন বিব্রত জয়।

‘জীবনের গল্প’ নামে একটি টিভি অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থাপক জয়ের বিরুদ্ধে অভিযোগ করেন শেলী। অনুষ্ঠানের একটি পর্বে কেবিন ক্রুদের প্রেম এবং বিদেশ থেকে কেনা জিনিসপত্র দেশে এনে বিক্রি করা প্রসঙ্গে অতিথিকে প্রশ্ন করেন জয়। একে আপত্তিকর মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন শেলী। এ ছাড়া সাত দিনের মধ্যে জয়কে জনসমক্ষে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

শাহরিয়ার নাজিম জয়
সংগৃহীত

শেলীর চিঠি পাওয়ার কথা স্বীকার করে জয় বলেন, ‘তাঁর চিঠি পেয়েছি। মান্না ভাইয়ের স্ত্রী আমার কাছে অনেক শ্রদ্ধার এক মানুষ। তাঁকে আমি সম্মান করি, শুদ্ধা করি। কিন্তু তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ডে তাঁর ওপর থেকে আমার শ্রদ্ধা হারিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘শেলী ভাবি জ্ঞানী মানুষ। আমরা তাঁকে বাড়তি জ্ঞান দিতে চাই না। আমার ধারণা, তাঁকে জ্ঞান দেওয়ার অনেক লোক আছেন। আমি শুধু বলতে চাই, আপনি অযথাই বিষয়টিকে টেনে নিয়ে যাচ্ছেন। আপনার থামা উচিত।’

অনুষ্ঠানের ওই পর্বে অতিথি হয়ে এসেছিলেন ক্যাপ্টেন এম মোশতাক আলী। তিনি অভিনেত্রী কুসুম শিকদারের বাবা। এভিয়েশনের নানা বিষয় নিয়ে অনুষ্ঠানে কথা বলেন তিনি। সেখানে বিমানের ক্যাপ্টেন, কেবিন ক্রু ও বিমানবালাদের ব্যক্তিগত নানা বিষয় উঠে আসে। মান্নার স্ত্রী শেলী মনে করেন, এভাবে কাউকে ডেকে এনে ব্যক্তিগত প্রশ্ন করা অবান্তর ও অসম্মানজনক। এ কাজের জন্য জয়কে ক্ষমা চাইতে হবে। জয়কে উদ্দেশ্য করে তিনি ফেসবুকে লেখেন, ‘ওই অনুষ্ঠানে কেবিন ক্রুদের সঙ্গে প্রেমঘটিত ব্যাপার থেকে শুরু করে বিদেশ থেকে জিনিসপত্র এনে বিক্রির প্রসঙ্গ টানা হয়েছে, যা আপত্তিকর। এ জন্য সাত দিনের মধ্যে জয়কে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নইলে আমি আইনগত ব্যবস্থা নেব।’ সাত দিনের সেই সময় পেরোনোর পর তিনি চিঠি দিয়ে আবারও ১০ দিনের আলটিমেটাম দিয়েছেন।

শেলী মান্না
সংগৃহীত

চিঠিতে কী লেখা হয়েছে, জানতে চাইলে জয় বলেন, ‘তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করে চ্যানেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। আমাকে ছোট করে সেই চিঠি লেখা হয়েছে। অত্যন্ত অশালীন সেই চিঠির ভাষা। আমি বিব্রত। নির্মাতা, অভিনেতা ও উপস্থাপক হিসেবে বিনোদন অঙ্গনে আমার ক্যারিয়ার আছে। আমাকে এতটা অবজ্ঞা করে চিঠি দিতে তিনি পারেন না। সবার একটা পারসোনালিটি আছে। আমরা শোয়ের বাইরে কিছু করিনি। তিনি যদি আমাকে ফোন করে কিছু বলতেন, তাহলে আমি দুঃখ প্রকাশ করতাম।’

অশালীন ভাষা ব্যবহার করে জয়কে চিঠি পাঠানোর বিষয়ে কথা বলতে চাইলে কোনো বক্তব্য দিতে রাজি হননি শেলী। তিনি জানান, চিঠির জবাব না পাওয়া পর্যন্ত তিনি কিছু বলতে চান না।