মোশাররফদের নাচিয়ে ছেড়েছেন রওনক

রওনক হাসানের পরিচালনায় ‘বিবাহ হবে’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন শতাধিক অভিনয়শিল্পী। তাঁদের মধ্যে ২০ জন তারকাকে নিয়ে নির্মাণ করা হয়েছে নাটকের সূচনা সংগীত। সেখানে একটি বিয়ের গানে নেচেছেন তারকা অভিনয়শিল্পীরা। নাটকের প্রচারণার অংশ হিসেবে এমন ভিন্নধর্মী উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে।

রওনক হাসানসংগৃহীত

‘না নাচলে হয় না?’ এভাবে করুণ স্বরে অনুরোধ করেও নিস্তার পাননি মোশাররফ করিমসহ দুই ডজন অভিনয়শিল্পী। নাটকের সূচনা সংগীতের জন্য করা সেই নাচের ভিডিও এখন কাজ করছে নাটকটির প্রচারণার। রাতভর বারবিকিউ পার্টি করে ‘হলুদ বাটো মেন্দি বাটো’ গানের সঙ্গে আধা-হিপহপ নাচিয়েছেন পরিচালক রওনক হাসান।

রওনক হাসানের পরিচালনায় ‘বিবাহ হবে’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন শতাধিক অভিনয়শিল্পী। তাঁদের মধ্যে ২০ জন তারকাকে নিয়ে নির্মাণ করা হয়েছে নাটকের সূচনা সংগীত। সেখানে একটি বিয়ের গানে নেচেছেন তারকা অভিনয়শিল্পীরা। সূচনা সংগীত হলেও নাটকের প্রচারণার অংশ হিসেবে ভালোই কাজ করছে গানটি। আর এ উদ্যোগ বেশ প্রশংসাও কুড়াচ্ছে।

‘বিবাহ হবে’ নাটকের সূচনাসংগীতের পুরুষ শিল্পীদের একাংশ
সংগৃহীত

প্রায় দুই ডজন তারকাকে নাচানোর জন্য প্রায় দুই মাস প্রস্তুতি নিয়েছিলেন পরিচালক রওনক। সবাইকে একত্র করে পরিকল্পনামতো এক রাতে দাঁড় করিয়েছেন ক্যামেরার সামনে। সেই দলে ছিলেন অভিনেতা মোশাররফ করিম, ইন্তেখাব দিনার, অর্পণা ঘোষ, আহসান হাবীব নাসিম, রোবেনা রেজা জুঁই, কল্যাণ কোরাইয়া, অ্যালেন শুভ্র, মনিরা মিঠু, নাদিয়া খানমসহ আরও অনেকে। সারা রাত ধরে চলে সেই গানের দৃশ্যধারণ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে গানের ভিডিওটি। প্রিয় শিল্পীকে নাচতে দেখে ভীষণ বিনোদিত হয়েছেন মোশাররফ করিমের ভক্তরা। রওনক হাসান জানান, শুধু মোশাররফ করিমই নন, এর আগে আহসান হাবীব নাসিম, ইন্তেখার দিনার, অর্পণা ঘোষ, রোবেনা রেজা, মনিরা মিঠুদের কেউই ক্যামেরার সামনে এভাবে নাচেননি।

মনিরা মিঠু
সংগৃহীত

দুই দশকের ক্যারিয়ারে প্রায় দেড় হাজার নাটকে অভিনয় করেছেন রওনক হাসান। বিভিন্ন সময়ে তিনি নির্মাণ করেছেন বেশ কিছু খণ্ডনাটক। অভিনয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার তিনি নির্মাণ করলেন ধারাবাহিক নাটক ‘বিবাহ হবে’। নিজের প্রথম ধারাবাহিক প্রচারে একটু ভিন্নতা আনতেই বিকল্প এ প্রচারণার আশ্রয় নিয়েছেন এই নির্মাতা। রওনক বলেন, ‘নাটকের প্রচারণা নিয়ে অনেকেই সে রকম ভাবেন না। কারণ, বাজেট কমতে কমতে এমন জায়গায় এসে পৌঁছেছে যে প্রচারণার জন্য বাড়তি কিছু করা সম্ভব হয় না। নিজের নাটকের প্রচারণার জন্য ব্যক্তিগত উদ্যোগে আমি একটি টাইটেল সং তৈরি করেছি। এ জন্য আলাদা বাজেট পাইনি। নিজের পারিশ্রমিকের অর্থ বাঁচিয়ে কাজটি করতে হয়েছে। মানুষ গানটি নিয়ে আলোচনা করছে, এতেই আমি খুশি।’

আধা র‌্যাপ, আধা-হিপহপের মিশেলে বিয়ের লোকগান ‘হলুদ বাটো মেন্দি বাটো’ গানটি গেয়েছেন মোশাররফ করিম, রওনক হাসান, রোবেনা রেজা, আহসান হাবীব নাসিম, নওমী কামরুন ও আহম্মদ হুমায়ুন। আগামী মাস থেকে ধারাবাহিকটি দেখানো হবে বাংলাভিশনে।