শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে অভিনেতা তুষার খান

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা তুষার খান
ছবি: ফেসবুক থেকে

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা তুষার খান। প্রথম দিকে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টসহ বেশ কিছু শারীরিক জটিলতা রয়েছে তাঁর। এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম।

আহসান হাবীব বলেন, ‘তুষার ভাই প্রথম দিকে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরশুদিন তাঁর সঙ্গে ফোনে কথাই বলতে পারিনি। কারণ তাঁর প্রচণ্ড কাশি হচ্ছিল। শ্বাসকষ্ট ছিল। পরে গতকাল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সূত্রে জানতে পেরেছি, ভাইয়ের ফুসফুস প্রায় ৬০ ভাগ এফেকটেড। তাঁকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।’ অভিনেতা রওনক হাসান জানালেন, তুষার খানকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে, আপনি কিছু শুনেছেন কি না? নাসিম বলেন, ‘শুনেছিলাম শারীরিক অবস্থা খারাপ হলে আইসিইউতে নেওয়ার প্রয়োজন হতে পারে। কিন্তু এখন আইসিইউতে নেওয়া হয়েছে কি না, সেটা বলতে পারছি না।’

প্রথম দিকে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়
ছবি: ফেসবুক থেকে

অভিনেতা আনিসুর রহমান মিলন সকালে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, তুষার খানের শারীরিক অবস্থা কিছুটা খারাপ। তাঁর সুস্থতার জন্য দোয়া চান। মিলন বলেন, ‘২০ জানুয়ারি তুষার ভাইয়ের শারীরিক অবস্থা খারাপ হয়। তখনই ভাইকে বলা হয়েছিল করোনার নমুনা পরীক্ষা করাতে। কিন্তু তুষার ভাই রাজি হননি। পরে অনেকটা জোর করেই তাঁর করোনা পরীক্ষা করে জানা যায় কোভিড পজিটিভ। হাসপাতালে যেতে রাজি না হওয়ায় বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ গতকাল শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দিয়ে রাখা হয়।’

আনিসুর রহমান মিলন আরও বলেন, ‘তুষার ভাই একাই বাসায় থাকতেন। বেশির ভাগ সময় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যেত না। তিনি বলতেন, এমনিতেই সুস্থ হয়ে যাবেন। তাঁর পরিবারের বলতে গেলে সবাই বিদেশে থাকেন। বলতে গেলে জোর করেই তাঁর করোনার নমুনা পরীক্ষা করানো হয়েছে। সবাইকে বলব, আপনারা তুষার ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরতে পারেন।’