‘সবাই আইস্যা দেখতেছে, আমি চা খাইতেছি’

গতকাল সন্ধ্যা থেকে ফেসবুকে কে বা কারা ছড়িয়েছে, ‘ইত্যাদি’র নিয়মিত আইটেম নানা–নাতির ‘নাতি’ নিপু মারা গেছেন! সত্যতা জানতে আজ শনিবার সকালে যোগাযোগ করা হয় ম্যাগাজিন অনুষ্ঠানটির পরিকল্পক হানিফ সংকেতের সঙ্গে। তিনি জানালেন, তাঁর কাছেও গতকাল রাত থেকে একাধিক ফোন এসেছে। বিষয়টি একদমই ভুয়া। গুজব।

তিন দশক ধরে ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী নিপু

কথায় কথায় হানিফ সংকেত বললেন, ‘ফেসবুকে কিছু অ্যাটেনশন সিকার মানুষ আছে, তারা কোনো কিছুই না বুঝে উল্টাপাল্টা খবর ছড়ায়। ছড়িয়ে নিজেদের পাবলিসিটি করে। এসব দিয়ে আবার ইউটিউবে কনটেন্ট বানায়। ভিউ কামানোর ধান্দায় একটা গ্রুপ এসব কাজ করে থাকে। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলেই একসময় বন্ধ হবে এসব।’

হানিফ সংকেত এ–ও জানালেন, এ টি এম শামসুজ্জামান, রাজ্জাক, ফারুক, আলমগীরের মতো অভিনয়শিল্পীকে নিয়ে যেমন মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে, তেমনি আজম খান, আইয়ুব বাচ্চু ও এন্ড্রু কিশোরের মতো সংগীতশিল্পীদের নিয়ে মৃত্যুর গুজব ছড়ানো হয়। সংবাদমাধ্যমেরও উচিত, এই ধরনের অপকর্ম নিয়ে বেশি বেশি লেখালেখি করা। সরকারের যেসব সংস্থা রয়েছে, তাদেরও উচিত সোচ্চার হওয়া।

নিপু ১৯৯২ সালে ক্লাস ফাইভে পড়ার সময় থেকে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের নিয়মিত অভিনয়শিল্পী

তিন দশক ধরে ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী নিপু। পুরো নাম শওকত আলী তালুকদার। নিপু ১৯৯২ সালে ক্লাস ফাইভে পড়ার সময় থেকে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের নিয়মিত অভিনয়শিল্পী। শনিবার বিকেলে তাঁর সঙ্গে যখন কথা হয়, তখন তিনি উত্তরা ৬ নম্বর সেক্টরের বাসায়। ফোন পেয়েই তিনি বললেন, ‘কী আর বলব। গতকাল সন্ধ্যা থেকে এলাকার সব মানুষ বাসায় আসতেছে। মা–বাবাকে জিজ্ঞাসা করছে, নিপু ভাইয়ের কী হয়েছে। হঠাৎ করে চারদিকে খবর হয়ে গেছে। সবাই আইস্যা আবার দেখতেছে, আমি বাসার নিচে বইস্যা চা খাইতেছি।

কালকে থেকে আজ শনিবার পর্যন্ত ঘুমানোরও সুযোগ পাইনি। দুপুর আড়াইটার সময় সবাইরে বুঝায়ে আমি একটু ঘুমাইছিলাম। এর মধ্যে উঠে দেখি অসংখ্য ফোন। আমার খবর নিতে ফোন করছেন সবাই।’

অভিনেতা অমল বোসের সঙ্গে শওকত আলী তালুকদার
ছবি : সংগৃহীত

মৃত্যুর গুজব ছড়াইলে নাকি হায়াত বাড়ে

ক্ষোভ নিয়ে নিপু বলেন, ‘অসাধু পন্থা অবলম্বন করে মানুষের কাছে নিজের পরিচিতি পাওয়ার জন্য যারা এমন গুজব ছড়াচ্ছে, তাদের ব্যাপারে ঘৃণা জানানোর ভাষাও আমার জানা নেই। আমাদের দেশে এমন ঘটনা এবারই প্রথম নয়। অনেক কিংবদন্তি শিল্পীদের নিয়েও আগে এমন অপপ্রচার চালানো হয়েছে! নিজেকে হাইলাইটস করার জন্য সবাইরে মাইরা ফালাইতেছে তারা! এবার হয়তো আমাকে বেছে নিছে (হাসি)। ভাবছে, হের নামে একটা গুজব ছড়ায়ে দিই, যদি পরিচিতি পাই আরকি। একটা জিনিস ভালো কী, ময়মুরব্বির কাছ থেকে শুনে আসছি, এই ধরনের গুজব ছড়াইলে নাকি হায়াত বাড়ে। দুঃখজনক ঘটনা হলেও ধন্যবাদ না দিয়ে হেদের পারি না।’ আপনার নাহয় আয়ু বাড়ল কিন্তু পরিবারের কী অবস্থা?

‘আমার আব্বা একজন হোমিও চিকিৎসক। আমি আবার দুপুরের খাবার খেয়ে একটু ঘুমাই। গতকাল সন্ধ্যায় চেম্বারে যাওয়ার সময় দেখে গেছেন, ঘুম থেকে উঠছি। এদিকে চেম্বারে আব্বারে আশপাশের লোকজন জিজ্ঞাসা করেন, নিপু ভাই কই? কী সমাচার? ঠিক আছে তো? আব্বা বলছেন, “ঠিক আছে তো। আসার সময় দেখলাম যে ঘুম থেকে উঠছে।”

‘ইত্যাদি’’ অনুষ্ঠানের নানি–নাতী বিভাগে শবনম পারভীন ও নিপু
ছবি : সংগৃহীত

একপর্যায়ে আব্বা টেনশনে পড়ে গেছেন। কেউ হয়তো শত্রুতামিও করতে পারে। কিন্তু কারও সঙ্গে তো আমার রেষারেষি নেই। এসব করে কারা ফায়দা লুটতে চাইছে, বুঝলাম না,’ বললেন নিপু। সব শেষে নিপু বললেন, ‘সবার দোয়ায় আমি সুস্থ আছি। দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। আর যারা আমার ছবি ব্যবহার করে এই ধরনের অপপ্রচার করেছে, তারা যেন এমন ঘৃণিত কাজ থেকে নিজেদের বিরত রাখেন।’