‘স্কুইড গেম’ হেরেছেন, জিতলেন গোল্ডেন গ্লোব

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’–এর সবচেয়ে প্রবীণ খেলোয়াড়, ওহ ই–নাম, জার্সি নম্বর ১। সবাই যাকে ‘ওল্ড ম্যান’ নামে ডাকত। কেউ তাকে দলে নিতে চাইত না। ‘স্কুইড গেম’–এর কোনো খেলাতেই তাকে হারানো যায়নি। শেষ পর্যন্ত অবশ্য ইচ্ছা করেই সে প্রতিপক্ষকে জিতিয়ে দিয়েছিল। ‘স্কুইড গেম’–এ না জিতলেও গোল্ডেন গ্লোব জিতে নিয়েছেন ৭৭ বছর বয়সী এই অভিনেতা।

‘স্কুইড গেম’-এ ও ইয়ং-সু ও লি জং-জে

গত রোববার যক্তরাষ্ট্র সময় রাতে ঘোষণা করা হলো বিশ্বের বিনোদন অঙ্গনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পুরস্কার ‘গোল্ডেন গ্লোব’। ফরেন প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত এ পুরস্কারে প্রথমবারের মতো মনোনয়ন ও জয় পেলেন কোরিয়ান কোনো অভিনয়শিল্পী। ‘স্কুইড গেম’–এ অভিনয়ের জন্য মিনি সিরিজ বা টেলিছবি শাখায় ও ইয়ং–সু পার্শ্বচরিত্রের সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতে নেন। তিনি দক্ষিণ কোরিয়ার একজন গুণী মঞ্চাভিনেতা। তাঁর এ বিজয়ে সিরিজের সহশিল্পী ই বিয়ং–হান ইনস্টাগ্রামে ‘ব্রাভো’ লিখে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

ও ইয়ং-সুর বয়স ৭৭ বছর

হং দং–হিউক পরিচালিত ‘স্কুইড গেম’ গত বছরের সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ মুক্তির পর অক্টোবর মাসেই নেটফ্লিক্স জানায়, এটি তাদের সবচেয়ে ব্যবসাসফল সিরিজে পরিণত হয়েছে। তখনই পরিচালক ও নেটফ্লিক্সের পক্ষ থেকে সিরিজের দ্বিতীয় মৌসুম আনার পরিকল্পনার কথা জানানো হয়েছিল।

দক্ষিণ কোরিয়ার এক টিভি চ্যানেলে গত সেপ্টেম্বর মাসে এক সাক্ষাৎকারে ও ইয়ং–সু বলেছেন, সিরিজটি বের হওয়ার পর তাঁর জীবনটাই বদলে গেছে। তিনি বলেন, ‘মনে হচ্ছে, আমি যেন হাওয়ায় ভাসছি। নিজেকে শান্ত ও সংযত রাখার খুব চেষ্টা করছি। যখন ক্যাফে বা অন্য কোথাও যাই, খুব সচেতন থাকি। একজন খ্যাতিমান অভিনয়শিল্পী হওয়া কঠিন কাজ।’