স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দুরন্ত টিভিতে ‘আমার সোনার বাংলা’

আবুল মোমেন ও শীলা মোমেন তাদের শোনান বাংলাদেশের স্বাধীনতার গল্প।ছবি:সংগৃহীত

কথা ও কাব্য ভাই-বোন। গল্প শুনতে ভালোবাসে ওরা। আবুল মোমেন ও শীলা মোমেন তাদের শোনান বাংলাদেশের স্বাধীনতার গল্প। সেই গল্পে উঠে আসে শত শত বছরের সংগ্রামের শেষে কীভাবে জন্ম নিল বাংলাদেশ, কত ত্যাগের বিনিময়ে মিলেছে এই বাংলা—এসব বিষয়। এই নিয়ে দুরন্ত টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠান ‘আমার সোনার বাংলা’। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে নির্মিত ২৬ পর্বের এই নতুন অনুষ্ঠান প্রচারিত হবে ২৬ মার্চ থেকে প্রতি শুক্র ও শনিবার, রাত ৯টা ৩০ মিনিটে।

অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন সাংবাদিক ও সাহিত্যিক আবুল মোমেন
ছবি:সংগৃহীত
স্বাধীনতার জন্য বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মকে জানানো এবং শিশুদের দেশপ্রেমে আরও উদ্বুদ্ধ করার প্রয়াসে এই অনুষ্ঠান।

অনুষ্ঠানটির জন্য গবেষণা ও পাণ্ডুলিপি রচনা করেছেন অলোক বসু। পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। তিনি জানান, স্বাধীনতার জন্য বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মকে জানানো এবং শিশুদের দেশপ্রেমে আরও উদ্বুদ্ধ করার প্রয়াসে এই অনুষ্ঠান।

অনুষ্ঠানটির জন্য গবেষণা ও পাণ্ডুলিপি রচনা করেছেন অলোক বসু। পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার
ছবি:সংগৃহীত

অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন সাংবাদিক ও সাহিত্যিক আবুল মোমেন এবং মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার সদস্য ও সংগীতশিল্পী শীলা মোমেন। অনুষ্ঠানটিতে কথা ও কাব্যের ভূমিকায় অভিনয় করেছে শেওলা ব্রততী আত্মজা ও নাবিদ রহমান তূর্য্য। পরিচালক বলেন, ‘আমাদের প্রতিটি সংগ্রামেই দেশের গান প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। তাই প্রতিটি পর্বেই থাকছে দেশের গান ও কোরিওগ্রাফি, যা পরিবেশন করবে শিশুশিল্পীরা।’