স্বামীর অনুরোধে বিপাশার ফেরা

তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত
তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত

‘এবারের ঈদে একটাও লিখিনি। কোনো চ্যানেল থেকে বলা হয়নি। আমরা তো নিজেরা গিয়ে বলব না, আমাদের নাটক লিখতে দেন। যেদিন প্রয়োজন মনে করে সম্মান দিয়ে ডেকে নিয়ে যাবে, সেদিন লিখব।’ ঈদুল ফিতরের সময় প্রথম আলোকে এমনটাই বলেছিলেন বিপাশা হায়াত। তবে বিপাশা–ভক্তদের জন্য এবারের ঈদে আনন্দের সংবাদ অপেক্ষা করছে। ঈদের জন্য নতুন একটি নাটক লিখেছেন তিনি। জানালেন, পরিচালক ও অভিনয়শিল্পী স্বামী তৌকীর আহমেদের অনুরোধেই এই নাটক লিখেছেন তিনি।

কীভাবে সম্ভব হলো জানতে চাইলে বিপাশা বলেন, ‘তৌকীর এমনভাবে আমার ওপর দায়িত্ব অর্পণ করেছে, নাটকটি লেখা ছাড়া আমার অন্য কিছু ভাবার অবকাশ ছিল না। আনন্দ নিয়েই লেখার কাজ করেছি। আমি সব সময় তৌকীরের কাছে কৃতজ্ঞ, কারণ, সে সব সময় আমাকে একটা সৃজনশীল প্রক্রিয়ার মধ্যে রাখে কোনো না কোনোভাবে।’

স্বর্ণলতার বাইরে আর কোনো নাটক থাকছে কি না জানতে চাইলে বিপাশা বলেন, ‘আর কোনো নাটক লিখছি কি না, বলতে পারছি না। কয়েকটা নাটকের ব্যাপারে আলাপ হয়েছে। আগের কয়েকটি লেখাও কয়েকজন পরিচালকের কাছে আছে। এখন তো সিরিয়াস নাটক কেউ চায় না, সবাই কমেডি নাটক চায়! আমার লেখাগুলো সব সিরিয়াস, যেখানে কিছু বার্তা থাকে। আমি অবশ্য সিরিয়াসও বলব না; কমেডি না আরকি।’

বিপাশার লেখা স্বর্ণলতা নাটকের পরিচালক তৌকীর আহমেদ। পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন তৌকীর, সহশিল্পী মম। ঢাকার বাইরে রাজেন্দ্রপুরে নাটকটির শুটিং শেষ হয়েছে। আরটিভিতে ঈদে দেখানো হবে এই নাটক।