হাসাপাতালের বিছানায় শুয়ে লেখা গান, ভারতের ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়ন

কলকাতায় মুক্তি পাওয়া বাংলা ভাষার চলচ্চিত্রকে উৎসাহ দিতে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিল্মফেয়ার পুরস্কার। এটি পঞ্চমবারের আয়োজন। এবারের আয়োজনে বাংলাদেশ থেকে কয়েকটি বিভাগে মনোনয়ন পেয়েছেন অভিনয়শিল্পী, সংগীতশিল্পী ও গীতিকার। ভারত থেকে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন পেয়ে আনন্দিত তাঁরাও।

গেল চার আসরে বলিউডের পাশাপাশি ভারতের কলকাতার বাংলা সিনেমার জন্যও এই পুরস্কারের প্রথা চালু করে ফিল্মফেয়ার কর্তৃপক্ষ। এর আগের আসরগুলোতে বাংলাদেশের জয়া আহসানের পুরস্কারপ্রাপ্তির খবর একাধিকবার জানা গেছে। এদিকে প্রথমবার কলকাতার চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনয়শিল্পীর মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। গেল বছর ছবিটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি নিয়ে কলকাতার দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

কলকাতায় প্রথম চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনয়শিল্পী হিসেবে মনোনয়নপ্রাপ্তির বিষয়টি মোশাররফ করিমকে খুবই আনন্দিত করেছে। আজ সোমবার দুপুরে কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন তিনি। প্রথম আলোর সঙ্গে আলাপে দেশের তুমুল জনপ্রিয় এই অভিনয়শিল্পী বলেন, ‘দেশের বাইরে থেকে মনোনয়ন পাওয়ার ব্যাপারটি নিঃসন্দেহে বেশ ভালো লাগার। শুটিংয়ের সময় কাজটাও বেশ মনোযোগ দিয়ে করেছিলাম। ব্রাত্য বসুর সঙ্গে এটাই ছিল আমার প্রথম কাজ। তিনিও আমার কাজটি নিয়ে আনন্দিত ছিলেন। প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম শো থেকেই প্রশংসাও পেয়েছি। ফাইনালি এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনয়শিল্পীর মনোনয়ন পেলাম।’

ডিকশনারি চলচ্চিত্রের শুটিংয়ের সময় ব্রাত্য বসুর তোলা সেলফিতে মোশাররফ করিম
ছবি : সংগৃহীত

এদিকে এবারই বাংলাদেশের কোনো গীতিকবি পুরস্কারের জন্য প্রথম মনোনয়ন পেয়েছেন। ‘অল্প হলেও সত্যি’ সিনেমার ‘মায়ার কাঙাল আমি’ গানটির জন্য এই মনোনয়ন পান গীতিকবি আসিফ ইকবাল। সৌম্যজিৎ আদকের পরিচালনায় ২০২১ সালে টলিউডে মুক্তি পায় ছবিটি। ‘মায়ার কাঙাল আমি’ গানটি অমিত-ঈশানের সুরে গেয়েছেন ঈশান। যিনি একই গানের জন্য প্লেব্যাক শিল্পীর নমিনেশনও পেয়েছেন এই আসরে। কথা হয় গানটির গীতিকার আসিফ ইকবালের সঙ্গে। তিনি বলেন, ‘এর আগে গানটি কলকাতার সিনে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কারেও মনোনয়ন পেয়েছিল। এবার পেয়েছে ফিল্মফেয়ারে, যা খুবই প্রেস্টিজিয়াস। এটা বাংলা গানের স্বীকৃতি, বাংলাদেশে যে ভালো গান হচ্ছে, এটা তার আরেকটা নজির।’

মোশাররফ করিম
ইনস্টাগ্রাম

আসিফ ইকবাল জানান, ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে যখন হাসপাতালে চিকিৎসাধীন, সেই সময় গানটি লিখেছিলেন তিনি। বললেন, ‘হাসপাতালে থাকতে নার্সের কাছ থেকে কাগজ–কলম চেয়ে নিয়ে গানটি লিখেছিলাম। এরপর অমিত ঈশানের গানটি দেওয়া হয়। গানটি পেয়েই তাঁরা জানায়, এটি চলচ্চিত্রে ব্যবহার করতে চায়। আজ সেই গান ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়ন পেয়েছে। এটা আমার জন্য যেমন অনেক আনন্দের, বাংলাদেশের জন্য গৌরবের। কারণ, আমার সমসাময়িক গান যাঁরা লিখছেন, তাঁদের জন্য নতুন একটি দুয়ার খুলে গেল।’

গীতিকার আসিফ ইকবাল

কলকাতায় ফিল্মফেয়ার পুরস্কারের এবারের আসর বসছে ১৭ মার্চ। সেখানে যাওয়ার আমন্ত্রণ এরই মধ্যে পৌঁছেছে আসিফ ইকবালের কাছে। এই আয়োজনে আসিফ ইকবালের সঙ্গে সেরা গীতিকবির আরও মনোনয়ন পেয়েছেন সৃজাত, অনুপম, নীলাঞ্জন চক্রবর্তী, সাকী ব্যানার্জি ও শিবব্রত বিশ্বাস। আসিফ ইকবাল বলেন, ‘আমার পাশের সব কটি নামই অনেক বেশি স্বীকৃত কলকাতায়, সেখানে আমি নবাগত। ফলে স্বীকৃতিপ্রাপ্তির আশা ছেড়ে দিয়েই অনুষ্ঠানে অংশ নেব। এই অংশ নেওয়াটা আমার দেশের জন্য। বাংলাদেশের প্রতিনিধি হয়েই সেখানে আমি হাজির হব।’

মাহতিম শাকিব
সংগৃহীত

রবীন্দ্রসংগীতসহ বেশ কয়েকটি পুরোনো গান গেয়ে ভাইরাল হয়েছিলেন মাহতিম শাকিব। এরপর বেশ কয়েকটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় কলকাতার চলচ্চিত্রে গান গেয়ে প্রশংসিত হন মাহতিম। ‘প্রেম টেম’ নামের একটি চলচ্চিত্রে ‘তাকে অল্প কাছে ডাকছি’ শিরোনামের গানটি গেয়েছেন মাহতিম শাকিব। এই গানে তাঁর গায়কির জন্য ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেয়েছেন তিনি।