১৩ বছর পর তৌকীরের সিনেমায় মম

আবার তৌকীর আহমেদের পরিচালনায় সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জাকিয়া বারী মমছবি: কোলাজ

আবার তৌকীর আহমেদের পরিচালনায় সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জাকিয়া বারী মম। ছবির নাম ও শুটিংয়ের দিনক্ষণ প্রসঙ্গে এখনো চূড়ান্ত কিছু না জানা গেলেও তৌকীর জানিয়ে রাখলেন, এই ডিসেম্বরে কাজ শুরু হবে।
১৩ বছর আগে ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সবে চ্যাম্পিয়ন হয়েছেন জাকিয়া বারী মম। আয়োজকদের দেওয়া কথা অনুযায়ী চ্যাম্পিয়ন মম ছবিতে অভিনয় করলেন একটি সিনেমায়। প্রথম সিনেমায় পরিচালক হিসেবে পেলেন তৌকীর আহমেদকে। এই ছবিতে অভিনয় করে অর্জন করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এরপর তৌকীর আরও ছবি নির্মাণ করেছেন, মমও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন, কিন্তু একসঙ্গে আর কাজের পরিস্থিতি তৈরি হয়নি। এবার তাঁরা আবার একসঙ্গে সিনেমার কাজ করতে যাচ্ছেন। প্রথম আলোকে শনিবার বিকেলে নিশ্চিত করেছেন তৌকীর আহমেদ।

জাকিয়া বারী মম
ছবি:সংগৃহীত

বেশি কিছু বলতে চাননি তৌকীর। জানালেন, খুব শিগগির একটি অনুষ্ঠানের মাধ্যমে ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাতে চান তিনি। তবে এটুকু বললেন, ‘সিনেমায় গল্পের প্রয়োজনে মমকে নির্বাচন করেছি।

লম্বা সময়ের বিরতির পর আমরা ছবিতে একসঙ্গে কাজ করতে যাচ্ছি।’ ছবিতে সমকালীন আরেক চিত্রনায়িকা পরীমনির অভিনয় করার কথা আছে বলেন জানালেন তৌকীর। জানালেন, ডিসেম্বরে শুটিং, সেভাবেই পরিকল্পনা করে এগোচ্ছেন। ছবির জন্য দুটি নাম ঠিক করা হয়েছে, কিন্তু চূড়ান্তভাবে কোনটি রাখা হবে, সে সম্পর্কে এখনো সিদ্ধান্তে আসতে পারেননি প্রযোজক ও পরিচালকের কেউই।

তৌকীর আহমেদ
ছবি:সংগৃহীত


কথা হয় মমর সঙ্গে। তৌকীরের ছবিতে অভিনয়ের জন্য এখন পুরোপুরি প্রস্তুতি নিচ্ছেন মম। পরিচালকের বারণ, তাই ছবি সম্পর্কে খুব বেশি কিছু বলতে চাননি। শুধু বললেন, ‘তৌকীর ভাইয়ের মতো পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বরাবরই আনন্দের। এবারও একটি সুন্দর অভিজ্ঞতা হবে, এমনটাই আশা করছি।’
তৌকীর আহমেদের সঙ্গে মমর এটি দ্বিতীয় সিনেমা হলেও পরীমনি প্রথমবারের কোনো তৌকীরের পরিচালনায় সিনেমায় অভিনয়ের সুযোগ পাচ্ছেন। জানা গেছে, তারুণ্যের সংগীতচর্চা-বন্ধুত্বের নানা দিক তৌকীর আহমেদের নতুন এই সিনেমায় ফুটে উঠবে। অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত সর্বশেষ ছবি ‘ফাগুন হাওয়ায়’ ২০১৯ সালের সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার–২০১৯–এ মোট তিনটি বিভাগে পুরস্কার পাচ্ছে। ৩ ডিসেম্বর তথ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন আকারে চলচ্চিত্রের বিভিন্ন শাখায় পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে।

জাকিয়া বারী মম
ছবি:সংগৃহীত