৩০ বছরের ক্যারিয়ারে এমন ঘটনার মুখে পড়েননি ফারুক আহমেদ

নতুন একটি নাটকের চিত্রনাট্য হাতে পেয়েই চমকে ওঠেন ফারুক আহমেদ। নাটকটিতে তাঁর চরিত্রের নাম বাতেন। তিনি মনে করলেন কিছু একটা ভুল হয়েছে। শুটিং ইউনিটকে ফোন করেন। তারা জানায়, ঠিক চিত্রনাট্যই দেওয়া হয়েছে। আবারও তিনি চিত্রনাট্য পড়তে গিয়ে অবাক হন। ফারুক আহমেদ বলেন, ‘মধুমতি মডেল টাউনের একটি শুটিং হাউসে “বাকের খনি” নাটকের শুটিং করছি।

অভিনেতা ফারুক আহমেদ
ছবি: মংগৃহীত

এই নাটকে আমার চরিত্রের নাম বাতেন। এই একই শুটিং হাউসে আমার নতুন একটি নাটকের শুটিং। সেই নাটকেও আমার চরিত্রের নাম বাতেন। দুটি ভিন্ন নাটক, একই জায়গায় শুটিং। উভয় নাটকের চরিত্রের এক নাম। দুই নাটকের রচয়িতা, পরিচালক বা অভিনেতাদের কারও সঙ্গে কারও কোনো যোগাযোগ নেই। এই ঘটনাটা কি কাকতালীয় নয়?’ ৩০ বছরের অভিনয় ক্যারিয়ারে এমন কাকতালীয় ঘটনার মুখোমুখি আগে কখনো হননি ফারুক আহমেদ। ফেসবুকে ভক্তদের সঙ্গে ঘটনাটা তাই শেয়ার করেছেন এই অভিনেতা।

শুটিংয়ে গিয়ে অনেকবারই মজার ঘটনার মুখোমুখি হয়েছেন অভিনেতা ফারুক আহমেদ
ছবি: মংগৃহীত

ঠিক কাকতালীয় না হলেও শুটিংয়ে গিয়ে অনেকবার মজার ঘটনার মুখোমুখি হয়েছেন এই অভিনেতা। এক সহকর্মীর কথা ভাবছিলেন, দেখা গেল শুটিংয়ে তিনি হঠাৎ হাজির। আবার শুটিং শেষে কারও কাছ থেকে বিদায় নিয়ে সকালে অন্য একটি শুটিংয়ে গিয়ে দেখলেন সেই অভিনেতা। কখনো গুনগুন করে গান গাইলে পরে শুনতে পেয়েছেন পাশেই কেউ গানটি গাইছেন।

হুমায়ূন আহমেদের নাটক দিয়ে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা ফারুক আহমেদকে অনেকেই শুধু কমেডি অভিনেতা ভাবেন।
ছবি: মংগৃহীত

হুমায়ূন আহমেদের নাটক দিয়ে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতাকে অনেকেই শুধু কমেডি অভিনেতা ভাবেন। ফারুক বলেন, ‘একজন অভিনেতার কিছু ক্ষুধা আছে। সেটা বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে নিবৃত হয়। তবে এখন অনেকে ব্যতিক্রমী নাটক ও সিনেমাতে ডাকছেন, এটা আমাকে আশাবাদী করে। হয়তো আরও ভালো কাজ করে যেতে পারব।’ ফারুক আহমেদের ‘কোথাও কেউ নেই’, ‘শান্তি মলম ১০ টাকা’, ‘বাকের খনি’সহ ৮টির মতো ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। শিগগির তিনি অঞ্জন আইচের ‘কানামাছি’ সিনেমার শেষ অংশের শুটিংয়ে অংশ নেবেন।