‘তোমার মানসিকতা বদলাও, তাহলে বদলে যাবে তোমার জীবন...’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে এসব তারকার মনের কথা—
১ / ৪
নতুন ছবিতে অভিনয় করছেন না, তবে নতুন একটি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছেন চিত্রনায়িকা পূর্ণিমা। একসময়ের জনপ্রিয় এই নায়িকাকে মাঝেমধ্যে উপস্থাপনাতেও দেখা যায়। ফেসবুকেও সক্রিয় তিনি। বিভিন্ন সময়ে বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন। আজ শনিবার কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘যদি তুমি তোমার মানসিকতা বদলাও, তাহলে বদলে যাবে তোমার জীবন।’
২ / ৪
চিত্রনায়ক আরিফিন শুভর তিনটি ছবি মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে শোনা গেল, ভারতে নতুন ছবির শুটিং শুরু করেছেন। কবে, কীভাবে সেই কাজটি প্রকাশ পাবে, সে ব্যাপারে এখনো কিছুই জানাননি এই ঢালিউড তারকা। তবে কিছুদিন ধরে ফেসবুকে নিত্যনতুন ফটোশুটের স্থিরচিত্র পোস্ট করছেন। আজ এই স্থিরচিত্র পোস্ট করে প্রশ্নবোধক ও আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে লিখেছেন, ‘কী?’ এমন ক্যাপশন কী কারণে দিয়েছেন, তা হয়তো পরে খোলাসা করবেন এই তারকা।
৩ / ৪
ছোট পর্দার তারকা সাবিলা নূর বেশ কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে তাঁর সেখানে যাওয়া বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরির স্থিরচিত্র পোস্টও করছেন এই তারকা। বরফঢাকা স্থানে তোলা এই স্থিরচিত্রগুলো ফেসবুক পোস্ট করে সাবিলা লিখেছেন, ‘শীতের স্বপ্নরাজ্যে হাঁটাহাটি।’
৪ / ৪
অভিনয়শিল্পী সমাপ্তি মাসুক তাঁর একগুচ্ছ স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘হাসি...এটি একটি ফ্রি থেরাপি।’