এক শ শাখা করতে চায় সিনেপ্লেক্স

গত শনিবার স্টার সিনেপ্লেক্স পথচলার ২০ বছরে পা রাখে। ছবি : সংগৃহীত

একটি স্ক্রিন দিয়ে চালু হয়েছিল স্টার সিনেপ্লেক্স। দেখতে দেখতে সেই স্ক্রিন এখন ১৯-এ এসে দাঁড়িয়েছে। এই সংখ্যা আগামী বছরের মধ্যে ৪০টিতে উন্নীত হবে। এই সংখ্যা এক শতে নিয়ে যেতে কাজ করছে দেশের মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। গত শনিবার স্টার সিনেপ্লেক্স পথচলার ২০ বছরে পা রাখে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন সিনেপ্লেক্স নিয়ে এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুব রহমান।

আরও পড়ুন

মাহবুব রহমান জানান, ‘একটা সময় আমাদের অনেক সংগ্রাম করে সিনেপ্লেক্স চালু করতে হয়েছে। দর্শকদের নিয়ে আসতে হয়েছে। এখন দর্শকেরা নিয়মিত সিনেমা দেখছেন। সিনেপ্লেক্সের পরিসর বাড়ছে। ঢাকা ছেড়ে বিভাগীয় ও জেলা শহরে পৌঁছে যাচ্ছে এর শাখা।’ এর মধ্যে তাঁরা সিনেমা প্রযোজনায় যুক্ত হয়েছেন, যা তাঁদের উৎসাহিত করেছে। তিনি বলেন, ‘২০০৪ সালে আমাদের শুরুটা ইংরেজি ভাষার সিনেমা দিয়ে হয়েছে। পরবর্তী সময়ে দেখেছি বাংলা সিনেমার অনেক দর্শক রয়েছে। এমনও হয়েছে, হলিউডের অনেক সিনেমার সঙ্গে বাংলা অনেক ছবি ভালো ব্যবসা করেছে। এ অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০২৪ সালের মধ্যে আরও ২০টি স্ক্রিন চালু করব। সব সময় আমরা শুনেছি কক্সবাজারে কেন সিনেপ্লেক্স চালু হচ্ছে না। আমরা শিগগিরই কক্সবাজার, ঢাকার উত্তরা, নারায়ণগঞ্জ ও বগুড়াতে একাধিক স্ক্রিনের সিনেপ্লেক্স চালু করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য ১০০ স্ক্রিন চালু করা।’

দুই দশকে পা রাখার এই সময়ে সংকটের কথাও তুলে ধরেন মাহবুব। তিনি জানান, ট্রাফিক ঠেলে দর্শকদের সিনেমা হলে নিয়ে আসা কঠিন। করোনার সময়ে তাঁরা ভেবেছিলেন, সিনেমা হল টিকে থাকতে হিমশিম খাবে। দর্শকদের সিনেমা হলমুখী করা কঠিন হবে। কিন্তু পরবর্তী সময়ে দর্শকেরা আবার হলমুখী হয়েছেন।

তিনি বলেন, ‘“গ্ল্যাডিয়েটর” মুক্তি দেওয়ার পর থেকে আমাদের দর্শক বেড়ে গেছে। সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। আমরা একই সময়ে হলিউডের সিনেমা দেশের দর্শকদের দেখাতে চাই। তবে আমাদের দেশে আরও বেশি ভালো সিনেমা থাকলে বিদেশি সিনেমার ওপর আমাদের নির্ভরতা কমত।’ দেশের সিনেমা নিয়েই এগিয়ে যেতে চায় কর্তৃপক্ষ। তিনি উল্লেখ করেন, ‘হাওয়া’, ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’–এর মতো বছরে কমপক্ষে ১০টি ব্যবসাসফল দেশি কনটেন্ট থাকলে আরও বেশি স্ক্রিন বাড়ানো হবে।

অনুষ্ঠানে দেশীয় সিনেমা উৎসাহিত করতে ‘অন্তর্জাল’, ‘প্রহেলিকা’ ও ‘১৯৭১: সেই সব দিন’ সিনেমাকে বিশেষ সম্মাননা দিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। সিনেপ্লেক্সের বর্ষপূর্তির এ আয়োজনে শুভকামনা জানাতে এসেছিলেন অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ, ইমন, সাইমন সাদিক, এ বি এম সুমন, পরিচালকদের মধ্যে ছিলেন দীপংকর দীপন, মোস্তফা কামাল রাজ, তানিম রহমান, হিমেল আশরাফ, সংগীতশিল্পী মুজা, গায়িকা ও অভিনেত্রী জেফার। আয়োজনে গান শোনান দিনাত জাহান মুন্নী ও সাব্বির জামান।