মা দিবসে এল অতসীর ‘ঘুমপাড়ানির গান’

মা-সন্তানের ভালোবাসার গল্পে ‘ঘুমপাড়ানির গান’ছবি: শিল্পীর সৌজন্যে

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আজ এসেছে তরুণ সংগীতশিল্পী তাসনোভা অতসীর ‘ঘুমপাড়ানির গান’। অতসীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘অতসী আ গোল্ডেন ফ্লাওয়ার’-এ গানটি প্রকাশ পায়। এর আগে ‘অল্প একটু জীবনের গান’ দিয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন অতসী। এবার মা-সন্তানের ভালোবাসার গল্পে তিনি হাজির হয়েছেন ‘ঘুমপাড়ানির গান’ নিয়ে।

আরও পড়ুন

গানটির সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত নির্দেশক আকরাম। ‘ঘুমপাড়ানির গান’-এর রচনা ও সুর সংকলনেও রয়েছে অতসীর নিজস্ব ছোঁয়া। দক্ষিণ ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী বোম্বে জয়শ্রীর ‘মুন চাইল্ড’ অ্যালবামের একটি গানের ভাবানুবাদ, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গীতি এবং বাংলার প্রচলিত ছড়া—এই তিন উপাদানে তৈরি হয়েছে গানটির মূল কাঠামো।

তাসনোভা অতসী
ছবি: শিল্পীর সৌজন্যে
আরও পড়ুন

অতসী প্রথম আলোকে বলেন, ‘আমাদের ছোটবেলার ঘুম মানেই ছিল মায়ের মুখে শোনা ঘুমপাড়ানি গান। কিন্তু এখনকার সময়ে বাংলা ভাষায় নতুন ঘুমপাড়ানি গান খুব একটা তৈরি হচ্ছে না। সেই শূন্যতা থেকেই এই গান করার ভাবনা। রবীন্দ্রনাথ, আমাদের লোকজ ছড়া ও বোম্বে জয়শ্রীর গানের ভাবনা একত্র করে একটি সমসাময়িক অথচ আবেগময় ঘুমপাড়ানি গান তৈরির চেষ্টা করেছি।’
ঘুমপাড়ানির গান মানেই মায়ের কণ্ঠের সুর। সেই স্মৃতি ও মায়াকে নতুনভাবে তুলে ধরতেই অতসীর এ উদ্যোগ। মা দিবসে এমন একটি গান যেন সব সন্তানের পক্ষ থেকে মায়েদের প্রতি ভালোবাসার ছোট্ট শ্রদ্ধা।