মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪
তারকা জরিপ পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেতা–অভিনেত্রীর মনোনয়ন পেলেন যাঁরা
দর্শকের ভোটে চূড়ান্ত হয়েছে মেরিল-প্রথম আলো তারকা পুরস্কার ২০২৪-এর তালিকা। প্রাথমিক পর্ব থেকে পর্যায়ক্রমে সেরা ১০, সেরা ৮, সেরা ৬ থেকে সেরা ৪ জনকে নিয়ে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করা হয়েছে। এবার দর্শকের ভোটে চূড়ান্ত মনোনয়ন পেলেন যাঁরা—
সেরা চলচ্চিত্র অভিনেত্রী: (প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র)
তাসনিয়া ফারিণ (‘কাছের মানুষ দূরে থুইয়া’)
পূজা চেরী (‘লিপস্টিক’)
মেহজাবীন চৌধুরী (‘প্রিয় মালতী’)
শবনম বুবলী (‘দেয়ালের দেশ’)
সেরা চলচ্চিত্র অভিনেতা: (প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র)
ইমন (‘মায়া’)
প্রীতম হাসান (‘কাছের মানুষ দূরে থুইয়া’)
শাকিব খান (‘তুফান’)
শরীফুল রাজ (‘দেয়ালের দেশ’)