ভারতের সর্বাধিক আয় করা সেরা ৭ সিনেমা কোনগুলো

বছরের শুরুতেই তাক লাগিয়ে দেন শাহরুখ খান। ভারতের আয় করা শীর্ষ সিনেমার তালিকায় চলে আসে তাঁর অভিনীত সিনেমা ‘পাঠান’। এরপর যেন শীর্ষ সিনেমার তালিকায় একের পর এক অদলবদল ঘটেছে। এই তালিকায় যুক্ত হয়েছে নানা চমক। শীর্ষ সিনেমায় কোন কোন ছবি আছে, দেখে নিন ছবিতে ছবিতে।
১ / ৭
২০১৬ সালে মুক্তি পায় আমির খান অভিনীত নিতেশ তিওয়ারির ‘দঙ্গল’। আলোচিত সিনেমাটি ভারতের সর্বাধিক আয় করা সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে। সিনেমাটির আয় ১ হাজার ৯২৪ কোটি রুপি।
ছবি: আইএমডিবি
২ / ৭
এস এস রাজামৌলির ‘বাহুবলী ২: দ্য কনক্লুসন’ সিনেমাটি এই তালিকায় দুই নম্বরে রয়েছে। সিনেমাটির আয় ১ হাজার ৭৪২ কোটি রুপি
ছবি: আইএমডিবি
৩ / ৭
এস এস রাজামৌলির আরেক সিনেমা ‘আরআরআর’ গত বছর সাড়া জাগিয়েছিল। সিনেমাটি আয়ে রেকর্ড গড়ে। তিন নম্বরে থাকা এই সিনেমার আয় ১ হাজার ২৫০ কোটি রুপি।
ছবি: আইএমডিবি
৪ / ৭
ভারতের অন্যান্য সিনেমার মধ্যে ‘কেজিএফ: চ্যাপটার ২’ আয়ে চতুর্থ নম্বরে রয়েছে। সিনেমাটির আয় ১ হাজার ১৭৭ কোটি রুপি।
ছবি: আইএমডিবি
৫ / ৭
সম্প্রতি মুক্তি পাওয়া অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ মাত্র এক মাসেই এই তালিকায় জায়গা করে নিয়েছে। সিনেমাটির আয় ১ হাজার ১০০ কোটি রুপি। শীর্ষ এই তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে কম আইএমডিবি রেটিং ‘জওয়ান’ সিনেমার। ছবি: আইএমডিবি
ছবি: আইএমডিবি
৬ / ৭
সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমা এই তালিকায় ৬ নম্বরে রয়েছে। বছরের শুরুতেই মুক্তি পাওয়া এই সিনেমার আয় ১ হাজার ৫২ কোটি রুপি। উল্লেখ্য ভারতের সর্বোচ্চ আয় করা ২০ সিনেমার মধ্যে গত জানুয়ারির আগেও শাহরুখের কোনো সিনেমা ছিল না। ২৪ নম্বরে ছিল ‘চেন্নাই এক্সপ্রেস’। শাহুরুখের ‘পাঠান’, ‘জওয়ান’ ও সানি দেওলের ‘গদার–২’ যোগ হওয়ায় ‘চেন্নাই এক্সপ্রেস’ চলে গেছে ২৭ নম্বরে।
ছবি: আইএমডিবি
৭ / ৭
২০১৫ সালে মুক্তি পাওয়া কবীর খান পরিচালিত সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ এই তালিকায় ৭ নম্বর রয়েছে। সিনেমাটির আয় ৮৫৮ কোটি রুপি।
ছবি: আইএমডিবি