হঠাৎ মেয়েগুলো এসে আমাকে সাইডে পাঠিয়ে দিল...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন, প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো কখনো ফেসবুক পোস্ট, কখনো মন্তব্য, সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবদের সঙ্গে ছবিটি পোস্ট করে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘আমি ছিলাম বউ–জামাইয়ের মাঝখানে, হঠাৎ মেয়েগুলো এসে আমাকে সাইডে পাঠায় দিল। তীব্র প্রতিবাদ জানাই।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
কোথায় যাচ্ছেন গায়িকা সালমা, তা লেখেননি। শুধু ভক্ত–অনুসারীদের উদ্দেশে ফেসবুকে লিখেছেন, ‘একজীবনে ভুল থাকলে ক্ষমা করে দিয়েন।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
গায়িকা আঁখি আলমগীর লিখেছেন, ‘আমি নাকি পুরোটাই আমার মতো।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
চলচ্চিত্র অভিনেত্রী মুক্তি লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় অভিনেত্রী রাশেদা চৌধুরী আন্টি এসেছেন আমাদের বাসায়। আমাদের জন্য রান্না করে নিয়ে আসলেন অনেক কিছু, অনেক দিন পর দেখা হলো আম্মা (আনোয়ারা) আর রাশেদা আন্টির, দুজনে দুজনকে দেখে অনেক খুশি।’
ছবি: ফেসবুক থেকে
৫ / ৫
একসঙ্গে বিজ্ঞাপনে অভিনয় করেছেন তাঁরা তিনজন। নাটকের সেই জনপ্রিয় তিন অভিনেতা ফারুক আহমেদ, ডা. এজাজ ও স্বাধীন খসরু। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন নুহাশ হুমায়ূন। ছবিটি পোস্ট করে স্বাধীন খসরু লিখেছেন, ‘আমরা চারজন।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন