চলচ্চিত্র উৎসবে আজ ‘মানিকবাবুর মেঘ’
ব্যস্ত কলকাতা শহরে বাবাকে নিয়ে থাকেন মানিকবাবু। তাঁর কাছে একটি অ্যালার্ম ঘড়ি ছাড়া আর কিছুই নেই। একদিন মানিকের বাবা মারা যান। মানিককে ভাড়া বাড়ি খালি করার জন্য এক মাসের নোটিশ দেওয়া হয়। ঠিক যখন তাঁর চারপাশের জগৎ ভেঙে পড়তে শুরু করে, তখন মানিক এমন একজনের দেখা পান, যে তাঁর জীবনকে বদলে দিতে চায়। তাহলে কি প্রেম আসে তাঁর জীবনে? কিন্তু কার প্রেম—মানুষ নাকি প্রকৃতি?
এ রকমই একটা প্রেক্ষাপটের ভিত্তিতে সিনেমা বানিয়েছেন পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায়। ছবির নাম ‘মানিকবাবুর মেঘ’। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনে আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শিত হবে ছবিটি। প্রদর্শনী শেষে পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায় দর্শকের মুখোমুখি হবেন। আগামীকাল বুধবার বেলা তিনটায় জাতীয় চিত্রশালা গ্যালারি মিলনায়তনে রয়েছে ছবির আরেকটি প্রদর্শনী।
৯৭ মিনিটের এ ছবিটি ২০২১ সালে বানিয়েছেন অভিনন্দন বন্দ্যোপাধ্যায়। এটি তাঁর প্রথম ছবি। পরিচালক জানালেন,‘মানিকবাবুর মেঘ’-এর ভাবনাটা মাথায় আসার পর লিখতে প্রায় দুই বছর লেগে যায়। কেন এতটা সময় নিলেন?
এ প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, গল্পটি বিমূর্ত বাস্তবতানির্ভর। যাকে জাদুবাস্তবের গল্পও বলা যেতে পারে। এমন একটা গল্পকে সিনেমায় রূপ দিতে অনেক ভাবতে হয়েছে নির্মাতাকে। তাঁর ভাষায়, ‘দেশ–বিদেশের নানা ছবি ও সাহিত্যে এই ফর্মের অস্তিত্ব নিয়ে পড়াশোনা করেছি, বোঝার চেষ্টা করেছি। দেখেছি, এই ঘরানায় কাজ খুবই বিরল। তারপর ছবির কাজ শুরু করেছি।’
প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, ‘আমি চাইনি, এই ছবির ভাষা বাংলা, হিন্দি বা অন্য কিছু হোক; বরং চেয়েছি, ছবিটা নিজেই একটা ভাষা হয়ে উঠুক।’ সূত্র: আনন্দবাজার।
ছবিতে মানিকবাবুর চরিত্রে অভিনয় করেছেন চন্দন সেন। এ ছাড়া অন্য ভূমিকায় আছেন অরুণ গুহঠাকুরতা, নিমাই ঘোষ, দেবেশ রায়চৌধুরী, ব্রাত্য বসু প্রমুখ।
ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ার সেরা ছবি হিসেবে নেট প্যাক অ্যাওয়ার্ড পেয়েছিল। রাশিয়ার প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার পেয়েছেন ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা চন্দন সেন। ছবিটি প্রযোজনা করেছেন বৌদ্ধায়ন মুখার্জি ও মোনালিসা মুখার্জি। সংগীত পরিচালনা করেছেন শুভজিৎ মুখার্জি।