স্মৃতির রঙে রাঙিয়ে নিচ্ছেন নীহা

ঈদের নাটক নিয়ে আলোচিত তরুণ অভিনয়শিল্পী নাজনীন নীহা। নতুন কাজে যোগ না দিলেও তাঁর ফেসবুক পোস্ট বলছে, তিনি এখন ঘোরাঘুরি করছেন। তারই কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করেছেন। একনজরে দেখে নেওয়া যাক নাজনীন নীহার ঘোরাঘুরির কয়েকটি স্থিরচিত্র
১ / ৬
মালয়েশিয়ায় ঘোরাঘুরির কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে নাজনীন নীহা ক্যাপশনে লিখেছেন, ‘স্মৃতির রঙে রাঙিয়ে নিচ্ছি দিনগুলো।’
২ / ৬
নাজনীন নীহা জানান, পবিত্র ঈদুল আজহায় তিনি গ্রামের বাড়ি ময়মনসিংহে ছিলেন। পরিবারের সবার সঙ্গে তাঁর ঈদের আনন্দ দারুণ কেটেছে।
৩ / ৬
ঢাকায় ফিরে তিনি বেড়াতে ছুটে যান দেশের বাইরে। জানালেন, মালয়েশিয়ায় গেছেন পরিবারের সঙ্গে। সেই ঘোরাঘুরির স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করছেন
৪ / ৬
অভিনীত নাটকের সংখ্যা অন্য অনেকের তুলনায় কম হলেও এবারের ঈদে তরুণ অভিনয়শিল্পীদের মধ্যে বেশি আলোচনায় নাজনীন নীহা। ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে তাঁর অভিনীত ‘আশিকি’। এই নাটকে নীহা অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভানের সঙ্গে। নাটকের পরিচালক ইমরোজ শাওন।
৫ / ৬
‘চুপকথা’ দিয়ে দীর্ঘ আট বছর পর নাটক নির্মাণে ফিরলেন মাসুদ হাসান উজ্জ্বল, এই নাটকে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেছেন নীহা। উজ্জ্বলের পরিচালনায় অভিনয় করে নতুন কিছু শিখেছেন বলে জানালেন এই অভিনয়শিল্পী। ‘চুপকথা’ নাটকের গল্প পরিবেশ নিয়ে। দু-একদিনের মধ্যে নাটকটি প্রচারিত হবে। এই নাটকে নীহা একজন পরিবেশকর্মী। কাজের সূত্রে তৌসিফ মাহবুবের সঙ্গে দেখা এবং পরে প্রেম।
৬ / ৬
মালয়েশিয়ায় ঘোরাঘুরি শেষে ২০ জুন দেশে ফিরবেন নীহা। এরপর ঈদের সিনেমা দেখার পরিকল্পনা রয়েছে। শুরুতেই ‘তাণ্ডব’ এবং এরপর অন্য ছবিগুলো দেখতে চান, এমনটাই জানিয়েছেন তরুণ এই অভিনয়শিল্পী।