‘বউ নিয়ে ঢং ঢং করে ঘুরতে লজ্জা করবে তাই বিবাহ করছি না’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। বিদ্যা সিনহা মিম, নিলয়, তাসরিফ খানদের পোস্টে সেই ঘটনাগুলোই প্রকাশ পায়। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
ঈদের পর থেকে সময়টা ঘুরে বেড়িয়ে কাটাচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। স্বামীর সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের হৃদয় একই ভাষায় কথা বলে।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
প্রথম দেখাতেই তাসনোভা হৃদির প্রেমে পড়ে যান অভিনেতা নিলয় আলমগীর। পরে তাঁরা অল্প সময়ের মধ্যে বিয়ের সিদ্ধান্ত নেন। সেই বিয়ের ৪ বছর আজ। ছবিটি পোস্ট করে নিলয় লিখেছেন, ‘আজ আমাদের বিয়ের ৪ বছর। শুভ বিবাহবার্ষিকী বউ।’
ছবি: ফেসবুক
৩ / ৫
তরুণ গায়ক তাসরিফ খানকে প্রায়ই শুনতে হয়, বিয়ে করছেন কবে? এ নিয়ে তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বাপ–মায়ের সামনে বউ নিয়ে ঢং ঢং করে ঘুরতে লজ্জা করবে, তাই বিবাহ করছি না।’
ছবি: ফেসবুক
৪ / ৫
এখনো ‘উৎসব’ সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। অনলাইনে সিনেমাটির টিকিট অনেকের মতোই পাচ্ছেন না সালহা খানম নাদিয়া। তিনি লিখেছেন, ‘অনলাইনে “উৎসব” সিনেমার টিকিট কাটতে গিয়ে হতাশায় পড়ে যাচ্ছি। কোথাও কোনো টিকিট নেই। যা আছে সামনে। জয় হোক বাংলা সিনেমার।’
ছবি : ফেসবুক থেকে
৫ / ৫
৫. অভিনেতা চাষী আলম সন্তানের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বাবার ভালোবাসা কখনো শব্দে প্রকাশ হয় না, তা অনুভবে মিশে থাকে প্রতিটি নিশ্বাসে।’
ছবি: ফেসবুক