পাসপোর্ট সূত্রে আপনারা ৬০ কোটি টাকার মালিক...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন, প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো কখনো ফেসবুক পোস্ট, কখনো মন্তব্য, সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
পাঁচ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ৬০ কোটি টাকা। এই টাকা দিলেই মিলবে ‘গোল্ড কার্ড’—অর্থাৎ মার্কিন নাগরিকত্ব। এমনই ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দেশের নাগরিকত্ব দিতে ধনী অভিবাসীদের এ প্রস্তাব দিচ্ছেন ট্রাম্প। এমন একটি খবর চাউরের পর অভিনয়শিল্পী ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় বাংলাদেশি যেসব তারকা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন, তাঁদের উদ্দেশে মজা করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। নিজের এই স্থিরচিত্র জয় ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমেরিকার পাসপোর্ট পাওয়া আমাদের সব শিল্পী এবং প্রবাসী ভাইবোনেরা, পাসপোর্ট সূত্রে আপনারা বর্তমানে ৬০ কোটি টাকার মালিক। আপনাদের অভিনন্দন।’
২ / ৫
অভিনয়শিল্পী শানারেই দেবী শানু লেখালেখিও করেন। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা মিথলজিক্যাল থ্রিলার ‘বাঘ মানুষ’। অভিনয়শিল্পী ও লেখিকা তাঁর ফেসবুকে লিখেছেন, ‘অর্থের কাছে হেরে যায় অনর্থ অনুভূতিরা!’
৩ / ৫
১৩ বছরের প্রেমের সম্পর্ক শেষে সম্প্রতি বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন অভিনয়শিল্পী মেহজাবীন ও প্রযোজক–পরিচালক আদনান আল রাজীব। তাঁদের বিয়েতে দুজনের ঘনিষ্ঠজনেরা হাজির হন। অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণও গিয়েছেন। আজ ফেসবুকে একাধিক স্থিরচিত্র পোস্ট করে ফারিণ দুজনকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘সত্যিকারের রূপকথার রাজকুমার ও রাজকুমারীর বিয়েতে থাকতে পেরে ভীষণ আনন্দিত।’
৪ / ৫
লোকগানের জনপ্রিয় গায়িকা রেশমী এখন যুক্তরাষ্ট্রে থাকেন। সেখানেও তিনি স্টেজ শো করে চলছেন। এই গায়িকা তাঁর ফেসবুকে স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘শুধুই গানটা মন থেকে করতে চাই ,এ জন্য গান গাওয়ার সময় চোখ বন্ধ হয়ে যায়।’
৫ / ৫
তরুণ গায়ক অয়ন চাকলাদার ঢাকা শহরের বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে একটি পোস্ট দিয়ে লিখেছেন, ‘এই শহরে একে নেই নিরাপত্তা, দ্বিতীয়ত কাছাকাছি দূরত্বের রাস্তা যেতেও এখন ১ ঘণ্টা লাগে। তবুও এই শহরের এক টুকরা জমির দাম আকাশচুম্বী।’