পাঁচ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ৬০ কোটি টাকা। এই টাকা দিলেই মিলবে ‘গোল্ড কার্ড’—অর্থাৎ মার্কিন নাগরিকত্ব। এমনই ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দেশের নাগরিকত্ব দিতে ধনী অভিবাসীদের এ প্রস্তাব দিচ্ছেন ট্রাম্প। এমন একটি খবর চাউরের পর অভিনয়শিল্পী ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় বাংলাদেশি যেসব তারকা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন, তাঁদের উদ্দেশে মজা করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। নিজের এই স্থিরচিত্র জয় ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমেরিকার পাসপোর্ট পাওয়া আমাদের সব শিল্পী এবং প্রবাসী ভাইবোনেরা, পাসপোর্ট সূত্রে আপনারা বর্তমানে ৬০ কোটি টাকার মালিক। আপনাদের অভিনন্দন।’