মায়েরা যদি একসঙ্গে জেগে ওঠে তাহলে সব পশুকে ধ্বংস করা সম্ভব

১ / ৪
অভিনয়শিল্পী তাহমিনা সুলতানা মৌ এই স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমি নারী, আমি সব পারি না। পারতেও চাই না। তবে আমি যখন ‘মা’, তখন আমি সব পারি! মায়েরা যদি একসঙ্গে জেগে ওঠে তাহলে সব পশুকে ধ্বংস করা সম্ভব। সব নারী তাদের ব্যক্তিত্বে জ্বলে উঠুক—এ কামনা করি। সব শিশু ও মেয়েরা নিরাপদ থাকুক...। ন্যায়বিচার পাক। প্রতিটি দিন আমাদের দিন।’
২ / ৪
বিশ্বজুড়ে আজ ৮ মার্চ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশের বিভিন্ন স্থানে পালন করা হচ্ছে দিবসটি। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নারী দিবস নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেছেন দেশের তারকারা। বাদ যাননি চিত্রনায়িকা শবনম বুবলী। মা, মেয়ে, স্ত্রী কিংবা বোন হিসেবে নারীদের সম্মান করার আহ্বান জানিয়েছেন তিনি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘একজন নারী মা, মেয়ে, স্ত্রী, বোন; তাই আসুন, সবাই নারীদের সম্মান করি। বিশ্বের সব নারীকে জানাই নারী দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা।’
৩ / ৪
অভিনয়শিল্পী গোলাম ফরিদা ছন্দা তাঁর ফেসবুকে নারী দিবসে একাধিক পোস্ট দিয়েছেন। তার মধ্যে একটি, ‘যে দেশে নারীর, কন্যাশিশুর কোনো নিরাপত্তা নেই, সম্মান নেই—সেখানে আবার নারী দিবস!’
৪ / ৪
তরুণ প্রজন্মের অভিনয়শিল্পী কেয়া পায়েল একাধিক স্থিরচিত্র পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘নারী দিবসের শুভেচ্ছা।’