ফারিণ লিখলেন, ‘তোমার জন‍্য আর কখনো, আমার এ মন গলবে না।’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী শবনম বুবলী, তাসনিয়া ফারিণদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
ধৈর্য ও নিখুঁত কারুকার্যে বোনা প্রতিটি জামদানি শাড়ি বহন করে শতবর্ষের হস্তশিল্পের ঐতিহ্য। সেই জামদানিতে ছবি পোস্ট করে নায়িকা বুবলী লিখেছেন, ‘জামদানি শাড়ি শুধুই একটি পোশাক নয়; এটি ঐতিহ্যের গল্প।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
কদিন আগেই নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করলেন তাসনিয়া ফারিণ। নাম ফড়িং ফিল্মস। সেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসছে প্রথম প্রোডাকশন। তবে সেটা কী এখনো খোলাসা করেননি। ফারিণ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘তোমার জন্য আর কখনো, আমার এ মন গলবে না।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
ফেসবুকে ১০ বছর আগের স্মৃতি স্মরণ করলেন অভিনেতা রওনক। মোশাররফ করিমের সঙ্গে তাঁকে খুব একটা দেখা যায়নি। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘দশ বছর আগে একদিন। মারুফ মিঠুর পরিচালনায় “বিশেষ দ্রষ্টব্য” নাটকের শুটিংয়ের ফাঁকে। আহা সেই দিন।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
শীতের শুটিংয়ে অন্য রকম আমেজ থাকে। গ্রামে পরিবেশ মুগ্ধ করে অভিনয়শিল্পীদের। এর মধ্যে তারকাদের অন্যতম পছন্দের জায়গা দাঁড়ায় সরিষাখেত। সেই সরিষাখেতে ছবিটি পোস্ট করে নাদিয়া লিখেছেন, ‘এবার শীতে সরিষা ফুলের সঙ্গে দেখা হবে কি না জানি না।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
গায়ক ইমন খান লিখেছেন, ‘এই দুনিয়ায় কিছু স্বার্থান্বেষী মানুষ আছে, যাদের এক হাত থাকে পায়ে, আর অন্য হাতটি গলায়। আপনাকে দরকার হলে দেখবেন তাদের এক হাত আপনার পায়ে। এবার আপনার প্রয়োজন শেষ হলে দেখবেন তাদের সেই হাতটি ঠিক আপনার গলায়, মানে আপনার গলায় হাত দিতেও এরা দ্বিধাবোধ করবে না।’
ছবি: ফেসবুক থেকে