কথাগুলো বাঁধনকে ফোনে বলতে চেয়েছিলাম, পরে মনে হলো...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী পূজা, ভাবনা, ফারিয়াদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
চিত্রনায়িকা পূজা চেরি শেষ করেছেন ‘দম’ সিনেমার বাইরের অংশের শুটিং। দেশে এখন কিছুটা অবসর। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘যে হারে কমলা কালার দেখছি, বাসায় এসে না জানি ফোনের ওয়ালপেপারে আবার কার ছবি দেখি।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
প্রায়ই ঘুরতে দেখা যায় অভিনেত্রী আশনা হাবীব ভাবনাকে। এখন কোথায় ঘুরছেন, সঙ্গে কে সেগুলো না লিখলেও সুইমিংপুলের ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ঢেউগুলোকে তোমার সব দুশ্চিন্তা ভাসিয়ে নিয়ে যেতে দাও।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
এখন যুক্তরাষ্ট্রে থাকেন অভিনেত্রী নাফিজা জাহান। বিয়ের ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বোকা কি না জানি না, তবে সবাইকে খুব অল্পতেই বিশ্বাস করে ফেলি।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
কাজের চেয়ে ফেসবুক পোস্ট কিংবা কোনো মন্তব্য নিয়েই বেশি আলোচনায় থাকেন অভিনেত্রী শবনম ফারিয়া। দীর্ঘদিন পরে এবার কাজের খবর জানালেন তিনি। কী কাজ করছেন সেটা উল্লেখ না করলেও লিখেছেন, ‘লায়লা’। এটা তাঁর অভিনীত চরিত্রের নাম। পোস্টে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনাকে শুটিংয়ে দেখতেই আমার ভালো লাগে।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে উদ্দেশ্য করে খোলা চিঠি দিয়েছেন আরেক অভিনেত্রী দীপা খন্দকার। তিনি লিখেছেন, ‘বাঁধন, ছবিগুলোতে তোমাকে এত বেশি সুন্দর লাগছে যে নারী হিসেবে আমার হিংসা হওয়া উচিত। কিন্তু তা হচ্ছে না। বরং কেন জানি খুব ভালো লাগছে। মনে হলো মানুষ আসলে চাইলেই পারে বারবার উঠে দাঁড়াতে আর সেটা সবচেয়ে বেশি তুমি। কাউকে হেরে যেতে দেখার চেয়ে জিতে যাওয়া দেখলে নিজের প্রতি আত্মবিশ্বাসটাও বাড়তে থাকে। কথাগুলো বাঁধনকে ফোনে বলতে চেয়েছিলাম, পরে মনে হলো পাবলিকলিই বলি। কারও ভালো তো সাধারণত আমরা বলতে চাই না। তাই ভালোর চর্চাটাই শুরু করি।’
ছবি: ফেসবুক থেকে