মানুষকে বিশ্বাস করাটা কত কঠিন

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী শারমীন সুলতানা সুমী, হিমি, ইরফানদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৪
প্রায়ই নিয়মিত ছবি পোস্ট করতে দেখা যায় চিরকুট ব্যান্ডের ভোকাল শারমীন সুলতানা সুমীকে। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বানভাসি মন আমার গিলতে চায় জলোচ্ছ্বাসে…।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৪
নতুন রূপে নিজেকে ধরা দিলেন অভিনেত্রী পারসা ইভানা। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘পরিবর্তন ছোঁয়াচে।’
৩ / ৪
‘পাথরে লেখা নাম’ নাটকের প্রচারণায় অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘মানুষকে বিশ্বাস করাটা কত কঠিন! অথচ এই মানুষই মানুষের প্রেমে পড়ে যায় কত অল্প সময়ে! তখন বিশ্বাসের ব্যাপারটা মাথায় থাকে না।’
আরও পড়ুন
৪ / ৪
ছবিতে চেনা যায় কে? এক দশক আগের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী জান্নাতুল হিমি। সেই সময় অভিনয়ের চেয়ে মডেলিংয়ে বেশি দেখা যেত। তিনি লিখেছেন, ‘২০১৬ সালের আমি।’