অভিনেত্রী সাদিয়া আয়মান ছবিটি পোস্ট করে কবিতার এই লাইনগুলো লিখেছেন, ‘নীল গগনের নিচে নীল জলে ভাসি অন্তরটা নীল হয়েছে মুখে নীলাভ হাসি।’ এই অভিনেত্রীকে সর্বশেষ চরকির ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’–এ দেখা গেছে। এ ছাড়া আগামী ঈদে ‘মুখোমুখি যদি একদিন’, ‘ঘুমন্ত পাখি’, ‘কষ্টের নাম মায়া’, ‘জল তরঙ্গ’, ‘বাবুই পাখির বাসা’ ইত্যাদি নাটকে দেখা যাবে তাঁকে। ফেসবুক থেকে নেওয়া