অধীর আগ্রহে অপেক্ষা করছি এই অনুষ্ঠানে আসার জন্য

চূড়ান্ত আয়োজনের খুব কাছাকাছি। ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২১-এর তারকা জরিপে কে কে আছেন মনোনয়নপ্রাপ্তদের তালিকায়। তাঁদের অনুভূতিগুলোও জেনে নিন এবার.

সেরা নবীন অভিনয়শিল্পী

আফিয়া জাহিন জাইমা

আফিয়া জাহিন জাইমা (রেহানা মরিয়ম নূর)
মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনীত চারজনের মধ্যে একজন হতে পেরে আমি খুব আনন্দিত। অধীর আগ্রহে অপেক্ষা করছি এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি পুরস্কারটি পাই।

ইফতেখার রাফসান (দ্য টিচার)
এই প্রথম নাটকে অভিনয় করলাম এবং প্রথম নাটকেই মেরিল–প্রথম আলোর মতো মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া অনেক বড় ব্যাপার। আলহামদুলিল্লাহ!

ইফতেখার রাফসান

আমি কৃতজ্ঞ আমার সব দর্শকের কাছে, আমাকে ভোট দেওয়ার জন্য। কারণ, তাঁদের ছাড়া আমি এখানে আসতে পারতাম না। সেই সঙ্গে ধন্যবাদ মেরিল–প্রথম আলো পুরস্কারের সঙ্গে জড়িত সবাইকে। সত্যি এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। ইনশা আল্লাহ ভালো কিছুর অপেক্ষায়।

জান্নাতুল ঐশী

জান্নাতুল ঐশী (মিশন এক্সট্রিম)

আমি অনেক নার্ভাস, তার চেয়ে বেশি অনুভূতিহীন! এখনই কোনো পুরস্কারের জন্য মনোনয়ন পাব বা পুরস্কৃত হতে পারব, এ রকম যোগ্য হয়েছি বলে নিজেকে মনে হয় না। বরং এগুলো বোঝার মতো মনে হয়। বুঝতে পারছি না, এই বোঝা বহন করতে পারব কি না? তাই অনেক বেশি নার্ভাস।

সাদিয়া নাবিলা

সাদিয়া নাবিলা (মিশন এক্সট্রিম)এই অনুভুতি আসলে বলে বোঝানো যাবে না। আমার কাছে অনেক বড় একটি প্রাপ্তি এটা। মিশন এক্সট্রিম দেশে আমার প্রথম কাজ, তা–ও এত গুণী শিল্পীদের সঙ্গে। মুক্তির পর দেশে-বিদেশে সবার কাছ থেকে এই ছবির চরিত্র নিয়ে এত প্রশংসা ও ভালোবাসা পেয়েছি যে তখন মনে হয়েছিল, এটাই আমার বড় পাওয়া। এবার মেরিল-প্রথম আলোর চূড়ান্ত মনোনয়ন পেয়ে এখনকার অনুভূতি আসলে বলে বোঝাতে পারব না।