অনলাইনে 'অন' থাকুন

ঈদকে ঘিরে ইন্টারনেট–ভিত্তিক ওটিটি (ওভার দ্য টপ) আর ইউটিউব–নির্ভর বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো তৈরি করে নতুন নতুন প্রযোজনা। কয়েক বছর ধরেই এই মাধ্যমে নতুন প্রযোজনার সংখ্যা বাড়ছিল। কিন্তু এবার হলো ছন্দপতন। করোনাভাইরাসের কারণে দেশ স্থবির হয়ে যাওয়ায় প্রভাব পড়েছে ঈদনির্ভর অনলাইন অনুষ্ঠান নির্মাণে। হাতে গোনা কয়েকটি নতুন প্রযোজনা। তবে অনলাইনে কিন্তু চমকের অভাব নেই। অনলাইন প্ল্যাটফর্মগুলো জনপ্রিয় ও স্মৃতিকাতর করার মতো পুরোনো নাটক আর সিনেমা দিয়েই দর্শকদের বিনোদিত করতে বদ্ধপরিকর। চলুন জেনে নিই তাঁদের ঈদ আয়োজন—

অনিল বাগচীর একদিন
অনিল বাগচীর একদিন

হইচই বাংলাদেশ
প্রতি মাসেই নতুন কনটেন্ট প্রকাশ করে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। ঈদকে সমানে রেখেও তাঁদের আছে আলাদা পরিকল্পনা। হইচইয়ে দেখা যাবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত চলচ্চিত্র স্বপ্নজাল, জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত মেঘমল্লার ও মোরশেদুল ইসলামের অনিল বাগচীর একদিন। প্রতিষ্ঠানটির বাংলাদেশ অংশের প্রধান সাকিব আর খান বলেন, ‘নতুন অনেক প্রযোজনা নির্মাণের প্রস্তুতি আমাদের ছিল, কিন্তু করোনার কারণে সম্ভব হয়নি।’

ধ্যাততেরিকি
ধ্যাততেরিকি

বঙ্গবিডি

পাঁচটি সিনেমা, একটি ওয়েব সিরিজ ও তিনটি টেলিছবি দিয়ে ঈদের আয়োজন সাজিয়েছে বঙ্গবিডি। সবই বিভিন্ন মাধ্যমে আগেই প্রচারিত, কিন্তু প্রতিটিই আলোচিত ও জনপ্রিয়। সিনেমাগুলো হলো পাসওয়ার্ড, পোড়ামন, পোড়ামন ২, ধ্যাততেরিকি বেঙ্গলি বিউটি। টেলিছবি তিনটি হলো কোরবানি, ডুডুল অব লাভ জলছবি। আর ওয়েব সিরিজের নাম গন কেস।

বঙ্গবিডির পরিচালক মুসফিকুর রহমান বলেন, ‘আমরা এই অ্যাপের জন্য নতুন কনটেন্ট খুব একটা করি না। তবে এবারের ঈদে নতুন প্রযোজনা তৈরির প্রস্তুতি নিয়েছিলাম। শেষ নাগাদ পরিস্থিতির কারণে করা গেল না।’

শঙ্খনাদ
শঙ্খনাদ

বায়োস্কোপ

ঈদ–উৎসবে দর্শকের ঘরে থাকার সময়টা যেন আনন্দময় হয় সেই লক্ষ্য নিয়েই প্রস্তুত বায়োস্কোপ। সেই সঙ্গে দর্শকদের স্মৃতিকাতরও করতে চায় তারা। তাই অনেক পুরোনো জনপ্রিয় সিনেমা ও ধারাবাহিক নাটক নিজেদের প্ল্যাটফর্মে শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে। সঙ্গে অবশ্য একটি নতুন ওয়েব সিরিজও থাকছে। বায়স্কোপ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বায়োস্কপে উঠছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, লালটিপ, আলফা, দারুচিনি দ্বীপ, শঙ্খনাদ, কালের পুতুল, কুসুম কুসম ভালোবাসা, বেপরোয়া, অনেক দামে কেনা, ভালোবাসা আজকাল সিনেমাগুলো। একসময়কার জনপ্রিয় ধাররাবাহিক নাটক সিক্সটি নাইন উঠবে বায়োস্কোপে। এছাড়া নতুন প্রযোজনা হিসেবে জনপ্রিয় সাত নির্মাতার ঘরবন্দী সময়ের গল্প নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়বে বায়োস্কোপ।

শো-মেকার নাটকের একটি দৃশ্য
শো-মেকার নাটকের একটি দৃশ্য

ধ্রুবটিভি

ঈদ উপলক্ষে তিনটি নতুন নাটক দেখা যাবে ইউটিউব চ্যানেল ধ্রুবটিভিতে। নাটক তিনটি হলো এক্সট্রা আর্টিস্ট, অ্যারেঞ্জ লাভ ও শো-মেকার। করোনাভাইরাসের কারণে সংকট সৃষ্টি না হলে আরও কিছু নতুন নাটক প্রকাশের কথা ছিল বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান ধ্রুব গুহ। তিনি বলেন, ‘ইচ্ছা ছিল পাঁচ-ছয়টি নাটক প্রকাশ করার। করোনার কারণে তা আর হলো না।’

এ ছাড়া ঈদে সিডি চয়েজ, সিএমভি, লেজার ভিশন, ক্লাব ইলেভেন, সাউন্ডটেক, জি সিরিজসহ অনেক ইউটিউব চ্যানেলে তারকাবহুল নতুন ও পুরোনো নাটক উঠবে।