অসমাপ্ত জীবন
গাজী টিভিতে আজ সন্ধ্যা ছয়টায় প্রচারিত হবে নাটক অসমাপ্ত জীবন। লিখেছেন ও পরিচালনা করেছেন আহমেদ সুস্ময়। অভিনয় করেছেন রিচি, শোয়েব প্রমুখ। আসিফ চাকরি করছে করপোরেট অফিসে। তার ফুলের দোকান আছে। তার অনেক শখ। কিন্তু সব শখ পূরণ হবে না। কারণ, তার ক্যানসার। লিজার সঙ্গে পরিচয় হয় তার। লিজারও ক্যানসার। আসিফ ও লিসা জীবনযুদ্ধে জয়ী হতে পারবে?