অসিন আসছেন

ছয়টি ছবির মধ্যে পাঁচটিই নাম লিখিয়েছে ১০০ কোটি রুপির ঘরে। এ যাত্রার শুরুটা হয়েছিল আমির খানের বিপরীতে গজনি ছবি দিয়ে। তাই অসিনের ঝুলিতে সাফল্য বাদে আর কিছু নেই। তার পরও সমালোচকদের মন্তব্য, ছবিগুলো বাজার মাত করতে পেরেছে নায়কদের কল্যাণেই। উদাহরণ হিসেবে সামনে দাঁড় করানো যায় বোল বচ্চন বোল কিংবা খিলাড়ি ৭৮৬ ছবিগুলোর কথাও। তাই অসিন এবার একটু গা ঝাড়া দিয়ে উঠতে চাইছেন। বললেন, ‘ক্যারিয়ারের ব্যাপারে সচেতন পরিকল্পনা নিচ্ছি। এ বছর ধীরগতিতে চলব। এমন ছবিতেই অভিনয় করব, যেখানে আমি কিছু করে দেখাতে পারি।’ পিটিআই।