আজ থেকে ‘ফিল্ম আড্ডা’

চলচ্চিত্রবিষয়ক বিশেষ এই অনলাইন আড্ডায় পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা যোগ দিয়ে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করবেন

বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন ফিল্ম ফেস্টিভ্যালের (বিইইউএফএফ) উদ্যোগে আজ থেকে বসতে যাচ্ছে ‘ফিল্ম আড্ডা’। চলচ্চিত্রবিষয়ক বিশেষ এই অনলাইন আড্ডায় পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা যোগ দিয়ে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করবেন। প্রথম আলোর অনলাইন প্ল্যাটফর্ম ও ফেসবুক পেজে অনুষ্ঠানগুলো সরাসরি সম্প্রচারিত হবে। এ ছাড়া http://beuff.org ওয়েবসাইটেও অনুষ্ঠানগুলো সরাসরি দেখা যাবে। চাইলে আর্কাইভ থেকেও পরে দেখা যাবে।

‘বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন ফিল্ম ফেস্টিভ্যাল’ শিরোনামে বাংলাদেশে চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে ইউরোপীয় ইউনিয়ন। সদস্যরাষ্ট্র জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ইতালি, স্পেনের সঙ্গে এ আয়োজনে সহযোগিতা করছে গ্যেটে ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও ইইউ-বাংলাদেশের মধ্যে বিশ্বস্ত বন্ধুত্ব উদ্‌যাপনে ৯ জুন শুরু হওয়া এ উৎসব চলবে পুরো মাস। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি উৎসবে আরও থাকছে মাস্টারক্লাস, পরিচালকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব, চলচ্চিত্রে নারী–পুরুষের অংশগ্রহণ নিয়ে আলোচনা।

ইইউভুক্ত দেশগুলোর প্রতিটি থেকে একটি করে মোট সাতটি ইউরোপিয়ান চলচ্চিত্র, বাংলাদেশের প্রতিভাবান নির্মাতাদের সাতটি চলচ্চিত্র এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে আরও সাতটি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। অনলাইন প্ল্যাটফর্ম ‘ফেস্টিভ্যালস্কোপে’ বাংলাদেশের দর্শকের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে ফিল্মগুলো প্রদর্শিত হচ্ছে। ইউরোপীয় সাতটি চলচ্চিত্রেই থাকছে বাংলা সাবটাইটেল।

বাংলাদেশের সঙ্গে ইইউর সাংস্কৃতিক বিনিময়ে এ উৎসব একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশাবাদী আয়োজক সংস্থা ইইউ। পাশাপাশি উৎসবটি শিক্ষা ও দক্ষতার উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, খাদ্য ও পুষ্টি সুরক্ষা, সুশাসন, নিরাপদ অভিবাসন এবং শরণার্থীদের নিরাপদ পুনর্বাসন, নারী ও মেয়েদের ক্ষমতায়নসহ বাংলাদেশের উন্নয়নে সহযোগিতায় আরও বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করবে।
ওয়েবসাইট http://www.beuff.org থেকে দর্শক এ আয়োজনে অংশ নিতে পারবেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ফেসবুক পেজ ও বিইইউএফএফ ইভেন্ট পেজ থেকে এ–সম্পর্কিত আরও তথ্য পাওয়া যাবে। উৎসবটির আয়োজনকারী সহযোগী হিসেবে থাকছে পার্টিসিপ জিএমবিএইচ, রেড অরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস, গুপী বাঘা প্রোডাকশন লিমিটেড এবং প্রথম আলো ডটকম।